Summer Vacation – এগিয়ে আসলো গরমের ছুটি! প্রাইমারি ও হাইস্কুল সকলের জন্যই ছুটির নতুন নোটিশ।
বৈশাখ সবে পড়েছে, এরইমধ্যে রৌদ্রের তাপদাহে জেরবার শিশু থেকে বৃদ্ধ তাই এবার শুরু হতে চলেছে Summer Vacation বা গরমের ছুটি। গরমের মাত্রা এতটাই বেশি যে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। দিনের বেলা সূর্যের প্রখরতার জন্য কোন দরকারি কাজ ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছে না। সবচেয়ে বেশি অসুবিধা ইচ্ছে বাচ্চাদের। তাদের স্কুল যাওয়া আসা এই রোদের মধ্যে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট শিশুদের এই তীব্র গরমে হাঁসফাঁস করছে।
New Notice for Summer Vacation in 2024
স্কুল ড্রেস পরে গরমের মধ্যে থাকা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। তাই ইতিমধ্যে রাজ্যের একাধিক স্কুল মর্নিং স্কুল চালু করেছে। এদিকে এবছর লোকসভা নির্বাচন এর জন্য গরমের ছুটি বা Summer Vacation এগিয়ে আনা হয়েছে। এরইমধ্যে গরমের এতটা মারাত্বক প্রভাবের জন্য আরো এগিয়ে আনা হলো গরমের ছুটি।
এইমুহুর্তে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে ছুঁয়েছে। এখনই যদি এই অবস্থা হয় গ্রীষ্মকালে পরেই আছে আর কত পরিমাণ বাড়বে সেটাই ভয়ের ব্যাপার। তবে এবার শীত যেমন জাঁকিয়ে পড়েছিল তেমনি গরম পড়বে অনেক। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তারজন্য কোনো জরুরী দরকার ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে।
প্রচুর পরিমাণে জল ও ফল খেতে বলা হচ্ছে। যাতে শরীরে জলের ঘাটতি না হয়। বিশেষ করে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই একটু আগেই Summer Vacation বা ছুটি ঘোষণা করলো সরকার। ঠিক কবে থেকে ছুটি পড়ছে? কতদিন অবধি ছুটি থাকছে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। জানা যাচ্ছে, স্কুলগুলিতে আগামী ৬ই মে ২০২৪ থেকে ছুটি পড়বে এবং শেষ হবে ২ জুনে।
চলবে টানা প্রায় এক মাস ছুটি। এদিকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরে প্রথম সামেটিভ পরীক্ষা হবে কিছুদিন পরেই আর তারপরেই স্কুলগুলোতে গরমের ছুটি শুরু পড়বে। অর্থাৎ ছুটির আগেই স্কুলগুলোতে সামেটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে। শেষ হবে ২রা জুনে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই সময়সীমার মধ্যে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি থাকবে।
পহেলা বৈশাখের ছুটি মার গেলেও, নতুন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে। সরকারি কর্মী ও শিক্ষকেরা খুশি।
এই Summer Vacation বা ছুটির আগে প্রত্যেকটি স্কুলে পড়ুয়াদের প্রথম সামেটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে। এছাড়া গরমের ছুটিতে প্রজেক্ট করতে দিতে হবে যাতে পড়ুয়ারা গরমের ছুটিতে পড়ার একটা রুটিনে থাকে তারজন্য। প্রসঙ্গত, অন্যান্য বারের তুলনায় এবছরের গরমের ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। ভোটের জন্য এই ছুটি বাড়ানো হয়েছে।
গত বছর গরমের ছুটি দেওয়া হয়েছিল ৯ মে থেকে ২০ মে পর্যন্ত। তবে এবছর ভোটের জন্যই এই ছুটি বা Summer Vacation বাড়ানো হয়েছে। তবে ২ জুন স্কুল খুলবে আর সেদিন পড়ছে শনিবার। তাই অনেকের মতে একবারে সোমবার থেকে অর্থাৎ ৪ ঠা মার্চ মে থেকে স্কুল খুললে ভালো হতো।
নতুন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকবে।
অন্যদিকে ৪ ঠা মে লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার দিন। তাই সেদিন স্কুল খুললেও ফের ছুটি পড়বে কিনা সেটা এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া এবছর লোকসভা ভোটের জন্য জেলা ভিত্তিক স্কুলগুলো নির্দিষ্ট কিছুদিনের জন্য ছুটির দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
কোন জেলায় কবে ছুটি থাকছে তার তালিকা ইতিমধ্যে আলাদা প্রতিবেদনে দেওয়া হয়েছে। সবমিলিয়ে এবছরের গরমের ছুটি বেশ অনেকটাই আগে পড়তে চলেছে। গরমের হাত থেকে পড়ুয়াদের রেহাই দিতেই সরকারের তরফে গ্রীষ্মকালীন ছুটির তারিখ ঘোষণা হয়ে গেলো।
Written by Shampa Debnath