New Pension Rule সরকারি কর্মচারীদের জন্য পেনশনের নিয়মে পরিবর্তন।
দেশের সকল সরকারি কর্মচারীদের পেনশনের নতুন নিয়ম (New Pension Rule) নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার। ১ লা জানুয়ারি ২০০৪ থেকে পুরো দেশ জুড়ে NPS – National Pension Rule কার্যকর করা হয়েছে। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে সারা দেশে ৫ কোটি ৮০ লক্ষ কর্মচারীরা নথিভুক্ত আছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নতুন নিয়মের ফলে প্রভাবিত হতে চলেছেন কর্মচারীরা।
New Pension Rule দেখুন কি কি নিয়মে বদল করল সরকার।
New Pension Rule মূলত PF – Provident Fund ও EPFO – Employees Provident Fund Organisation এর গ্রাহকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলিতে যেই নিয়মে অতি সহজে পেনশন তোলা যেত এখন সেই কাজ সম্ভব নয়। এতদিন ৬০ বছর বয়সের পর অবসর নিলে অটোমেটিক পেনশন চালু হয়ে যাচ্ছিল।
২০১৪ সালে কেন্দ্রীয় সরকার পেনশনের নিয়মের পরিবর্তন করে মূল বেতনের ঊর্ধ্বসীমা ৬,৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫,০০০ টাকা করা হয়েছিল, কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। এই মামলায় শেষে কর্মীরা জয়লাভ করে। এর পরে ২০২৩ সালের প্রথমেই New Pension Rule ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
New Pension Rule অনুযায়ী সকল সরকারি কর্মচারীদের নিজেদের EPF – Employees Provident Fund অ্যাকাউণ্টে নিজেদের মূল বেতনের ১২% প্রতিমাসে জমা দিতে হবে এবং এই সম পরিমাণ অর্থ জমা করবে। কিন্তু কোন কর্মচারীর ক্ষেত্রে নিজের বেতনের ১২% টাকা জমা করা সম্ভবপর কিনা এই নিয়ে প্রশ্ন উঠছে।
New Pension Rule এর নিয়মাবলীঃ-
১. দেশের সকল কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে নিজেদের পুরো বেতনের ১২% টাকা পেনশন প্রকল্পে জমা দিতে হবে।
২. PF – Provident Fund এর সঙ্গে UAN – Universal Account Number এর মধ্যে লিঙ্ক থাকতে হবে।
৩. কোন ব্যাক্তির একাধিক UAN নম্বর থাকলে সব নম্বর গুলিকে এক করে নিয়ে নিজের পি এফ অ্যাকাউণ্ট এর সাথে লিঙ্ক করে নিতে হবে।
৪. কোন কর্মচারী এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেলেও তার PF ও UAN নম্বর একই থাকতে হবে।
৫. এই সকল নিয়ম সথিকভাবে পালন করলেই সকলে অবসর পাওয়ার সঙ্গে পেনশন পাওয়া সম্ভব হবে।
পেনশন বন্ধ! ঘুসের বদলে পেনশন, সরকারী কর্মীদের Pension পেতে কালঘাম ছুটছে।
এই নিয়ে আরও কোন নতুন তথ্য সামনে আসলে আমরা সবার প্রথমে আপনাদের কাছে নিয়ে হাজির হব। সব সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। পছন্দ শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।