এই নিয়ম না মানলে 1 টাকাও পেনশন পাবেন না, হারাতে পারেন PF এর টাকাও।

পেনশনের নতুন নিয়ম দেখেনিন।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের পেনশন নিয়ে নতুন নিয়ম আনা হল সরকারের তরফ থেকে। না মানলে পাওয়া যাবে না পেনশন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন বছরে পেনশন নিয়ে নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে। এই নিয়ে সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নতুন নিয়ম সম্পর্কে বলা হয়েছে।

Advertisement

নতুন নিয়ম অনুসারে এখন থেকে সকল কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা জীবনে একবারই টাকা তুলতে পারবেন। আগের মতো নিজের ইচ্ছে অনুসারে আর টাকা তোলা যাবে না। কেন্দ্রীয় সরকারের অধীনে সকল কর্মচারীদের এই সংক্রান্ত বিষয় দেখার দায়িত্ব DOPPW – Department Of Pension & Pensioners Welfare অর্থাৎ আমরা যাকে বাংলা ভাষায় পেনশন ও পেনশনভোগীদের কল্যান বিভাগ সম্পর্কে জানি। এর পক্ষ থেকে নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাড়ছে ছুটি, দেখে নিন 2023 সালের ছুটির তালিকা।

কোন সরকারী কর্মী নিজের মোট পেনশনের থেকে একবারই মোট ৪০% টাকা তুলতে পারবে। এই নিয়ম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১৯৮১ সালে তৈরি করেছিল। এছাড়াও CCS এর অধীনে দশ নম্বর নিয়মে বলা হয়েছে। যদি কোন কর্মচারী ২০১৬ সালের জানুয়ারী থেকে আগস্টের মধ্যে অবসর গ্রহন করেছেন। তাদের ক্ষেত্রে এই ৪০% এর পরিমাণ বাড়ানো যেতে পারে।

কোন কর্মচারীর সরকারী নথিতে নাম রেজিস্টার না থাকলেও সে পরে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। বিগত অক্টোবর মাসে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ফর্ম – ৪ পূরণ করে তার নিজের সকল পরিবারের সদস্যদের নাম পোর্টালে নথিভুক্ত করতে হয়।

যদি কোন কারন বশত কর্মচারী এই কাজ নিজের জীবন কালে করে না উঠতে পারে তাহলে তার মৃত্যুর পরে পরিবারের সদস্য যেমন – স্বামী বা স্ত্রী, ছেলে – মেয়ে সকলে এর জন্য আবেদন করতে পারবে। যেটা আগে সম্ভব ছিল না। এই নতুন নিয়ম নিয়ে খুশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী থেকে বিশেষজ্ঞ মহলের অনেকে।

আয়কর দিচ্ছেন? নতুন বছরে করের পরিসীমায় আনা হবে পরিবর্তন!

তাদের বক্তব্য এর ফলে কর্মীর অবর্তমানে তার পরিবারের কোন ধরনের আর্থিক অসুবিধার সম্মুখীন হতে হবে না। এই নতুন নিয়ম নিয়ে আপনাদের মুল্যবান মত নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর এর আপডেট পাওয়ার জন্য।

Related Articles

One Comment

  1. এই নিয়ম কি রাজ্যসরকারগুলির ক্ষেত্রেও প্রযোজ্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button