TRAI Rules – সিম নিয়ে নতুন সমস্যায় পড়বে গ্রাহকরা, নয়া নিয়ম আনছে ট্রাই।

সিম কার্ড নিয়ে ঘোষণা ট্রাই বা TRAI Rules এর, এবার আসতে চলেছে নয়া নিয়ম। যার জেরে ভুগতে হবে কোটি কোটি সিম ব্যবহারকারীকে। আজকাল সবারই হাতে স্মার্টফোন। আর স্মার্টফোন মানেই তাতে ডুয়েল সিম থাকবে। কিন্তু সিম দুটো থাকলেও তাতে রিচার্জ সব সময় থাকেনা। বিশেষ করে বর্তমানে যা রিচার্জের দাম বেড়েছে তাতে দুটো করে সিম রিচার্জ করানো কার পক্ষে সম্ভব?

Advertisement

New Trai Rules for Inactive Sim Card

একটি চালু থাকে আর একটি নিষ্ক্রিয় পড়ে থাকে। এতদিন একটি সিম রিচার্জ না করে ফেলে রাখলেও কোন সমস্যা হতো না। কিন্তু এখন থেকে এমন করলে সেই সিম গুলির জন্য অতিরিক্ত চার্জ নেবে টেলিকম সংস্থাগুলি, জানিয়েছে ট্রাই বা TRAI Rules.যাতে খরচ আরো বাড়তে চলেছে গ্রাহকদের। সেই কথা ভেবেই গ্রাহকদের মাথায় হাত পড়েছে।

Advertisement

কি কারনে চাপলো এই অতিরিক্ত চার্জ?

ট্রাই বা TRAI Rules জানিয়েছে, দেশে মোবাইল নম্বর নিয়ে ঘাটতি দেখা দিচ্ছে। যাদের স্মার্টফোন রয়েছে তারা বেশিরভাগই ফোনে দুটো সিম ব্যবহার করেন। কিন্তু একটিতে রিচার্জ থাকলেও অন্য সিমটি বেশিরভাগ সময়ই রিচার্জ ছাড়া পড়ে থাকে। এই পরিস্থিতিতে গ্ৰাহক সেই সিম ব্যবহার করছেন না, অথচ তার নামে সেই সিমটি রিজার্ভ হয়ে রয়েছে। সেই সিম কার্ড টি খালি থাকলে অন্য ব্যক্তি ব্যবহার করতে পারতেন।

এই ভাবেই সিম কার্ডের অভাব দেখা দিচ্ছে নতুন গ্রাহকদের জন্য। (TRAI) -এর তথ্য অনুযায়ী, বর্তমানে 219.14 মিলিয়নেরও বেশি মোবাইল নম্বর ব্ল্যাকলিস্টিং ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। যেগুলি দীর্ঘদিন ধরে বন্ধ দেশের মোট মোবাইল নম্বরের প্রায় 19 শতাংশ নম্বর এভাবেই নষ্ট হয়েছে। সেই কারণেই এবার পেনাল্টি স্বরূপ ওই নিষ্ক্রিয় সিম গুলির ওপর টেলিকম সংস্থাগুলিকে চার্জ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (TRAI Rules).

অন্যান্য তথ্য

পাশাপাশি ট্রাই বা TRAI Rules তার সাম্প্রতিক বিবৃতিতে আরো একটি বিষয়ে সতর্ক করেছে গ্ৰাহকদের। মোবাইল নম্বরে ঘাটতি দেখা দেওয়ায় এবার সিম কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি ডিজিটের নম্বর এবং রিসাইকেল নম্বর ব্যবহার করতে। ২০০৩ সালে প্রথম এই নিয়ে কাজ শুরু করে টেলিকম বিভাগ। যখন দেশে নেটওয়ার্ক ব্যবহারকারীদের সংখ্যা ছিল 750 মিলিয়ন।

আরও পড়ুন, আবাস যোজনার মাধ্যমে ৩ কোটি দেশবাসী ১.৩ লাখ করে টাকা পাবেন। এইভাবে আবেদন করুন

তখনই প্রত্যেক গ্ৰাহকের জন্য একটি করে ১০ ডিজিটের মোবাইল নম্বর চালু করার নিয়ম আনা হয়। এখন ভারতে সিম ব্যবহারকারীর সংখ্যা 1,199.28 মিলিয়ন। যা আগের চেয়ে ৮৫ শতাংশ বেড়েছে। তাই ২১ বছর পর ফের মোবাইল নম্বর নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। যেখানে নম্বরে ডিজিটের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ এবং ১৩ করার নির্দেশ দেওয়া হয়েছে (TRAI Rules).

ATM - (এটিএম)

অর্থাৎ এরপর থেকে কল করলে মোবাইলে ১০ টির বদলে দেখা যাবে ১৩ টি নম্বর। পাশাপাশি মোবাইল নম্বরের জোগান বাড়ানোর জন্য রিসাইকেল নম্বরও ব্যবহার করা যেতে পারে। রিসাইকেল নম্বর হল সেগুলো যা আগে কেউ ব্যবহার করেছিল, কিন্তু সিমটি 90 দিনের বেশি বন্ধ থাকার পরে, টেলিকম সংস্থাগুলি সেই নম্বরটি নতুন ব্যবহারকারীকে বরাদ্দ করছে।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button