নতুন বছরে Airtel নিয়ে এলো আকর্ষণীয় অফার! শুরু মাত্র 10 টাকা থেকে!

Airtel নিয়ে এসেছে সকলের সামর্থ্যের মধ্যে নয়া প্রিপেড প্ল্যান!

Airtel নিয়ে এসেছে এক আকর্ষণীয় প্ল্যান, ডেটা আর কলিং-এর এক দারুন মিশ্রণ।
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হল – Airtel. এই সংস্থা এবার তাদের গ্রাহকদের জন্য এক দারুন প্ল্যান নিয়ে হাজির হল। ৭ ই জুলাই ১৯৯৫ সালে আজ থেকে ২৭ বছর আগে সুনীল ভারতি মিত্তাল এর উদ্যোগে নিউ দিল্লীতে এই Airtel কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। এবারে এয়ারটেল তাদের Domestic ও International গ্রাহকদের জন্য নতুন অনেক ধরনের প্ল্যান নিয়ে হাজির হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান হতে চলেছে যেই প্ল্যান ১৮৪ টা দেশে উপলব্ধ হবে। আজকের আমাদের এই আলোচনায় এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত এই প্রতিবেদনের সঙ্গে থাকুন।

এই আলোচনায় আমরা Airtel এর World Pass Plan নিয়ে কথা বলব। এই প্লানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। World Pass Postpaid Plan আর World Pass Prepaid Plan. এই দুই ভাগে এই সকল প্ল্যান বের করা হচ্ছে। Airtel Thanks App এর গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে এই Recharge Plan এর সম্পর্কে জানতে পারবেন।

JIO নিয়ে হাজির হল নতুন বছরের জন্য কম দামের মধ্যে ধামাকা রিচার্জ প্ল্যান। দেখে নিন শীঘ্রই।

Airtel World Pass Postpaid Plan এর সম্পর্কে জেনে নেব – মাত্র ৬৪৯ টাকা থেকে শুরু করে ১৪,৯৯৯ টাকা পর্যন্ত প্লানের সুবিধা প্রদান করা হয়েছে। বিস্তারিত তথ্য দেখে নিনঃ-
• 649 Plan – এখানে ৫০০ MB হাই স্পিড ডেটার সঙ্গে ১০০ মিনিটের টকটাইম দেওয়া হবে। এর বৈধতা ১ দিনের হতে চলেছে।
• 2,999 Plan – এর মধ্যে ৫ GB ডেটার সাথে ১০০ মিনিট কথা বলার জন্য পাওয়া যাবে ১০ দিনের জন্য।

• 3,999 Plan – পুরো ১ মাসের জন্য ১২ GB ডেটা ও তার সঙ্গে ১০০ মিনিট কথা বলার সুযোগ পাবেন।
• 5,999 Plan – ১৫ ঘণ্টা অর্থাৎ ৯০০ মিনিটের জন্য ও তার সাথে ২GB ডেটা দেওয়া হবে। ৯০ দিনের জন্য।
• 14,999 Plan – ৩০০০ মিনিটের ভয়েস কল ও তার সঙ্গে ১৫ GB ডেটা দেওয়া হবে। এই প্লানের বৈধতা সবচেয়ে বেশি ১ বছরের জন্য হতে চলেছে।

Airtel World Pass Prepaid Plan এর বিষয়ে জেনে নিন – ৬৪৯ টাকা থেকে শুরু করে ২৯৯৭ টাকা পর্যন্ত এই প্ল্যান গুলি উপলব্ধি থাকবে।
• 649 Plan – সব থেকে কম দামের মধ্যে এই প্ল্যানটি গ্রাহকেরা পেতে চলেছেন। এর মধ্যে ৫০০ MB ডেটা ও তার সঙ্গে ১০০ মিনিটের Calling এর সুবিধা দেওয়া হবে।

• 899 Plan – ১০ দিনের জন্য ১০০ মিনিট ভয়েস কল ও তার সঙ্গে ৫ GB ডেটা দেওয়া হবে। মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যান মার্কেটে নিয়ে আসা হয়েছে।
• 2,997 Plan – এক বছরের জন্য ১০০ মিনিট কলিং আর ২ GB ডেটা দেওয়া হবে।

গ্রাহক টানতে Jio এর চমক, 100 টাকার কমে সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান বাজারে এলো।

• 2,998 Plan – এই প্লানের মাধ্যমে ১ মাসের জন্য ২০০ মিনিট কলিং ও ৫ GB ইন্টারনেট ডেটা দেওয়া হবে। ৩০ দিনের জন্য।
এই সকল নতুন প্ল্যান নিয়ে Airtel হাজির হয়েছে। এই নিয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এরকম আরও খবরের জন্য।

Leave a Comment