পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যের স্কুল কলেজ ও সরকারি অফিস কোন কোন দিন ছুটি থাকবে জেনে নিন।

পঞ্চায়েত ভোটে ছুটি ঘোষণা

জুলাই মাসে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। তাই গনতন্ত্রের এই মহাউৎসব কে সম্পন্ন করতে লাখ লাখ কর্মী ও কোটি কোটি সাধারণ জনগন অংশ নেবেন। ভোট কর্মীদের অংশগ্রহণের জন্য যেমন তাদের কর্মস্থল তথা স্কুল কলেজ ব্যাংক অফিস আদালতএর স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে।

ঠিক তেমনি স্কুলে স্কুলে পঞ্চায়েত ভোটের বুথ পড়ায় স্কুল ও বন্ধ থাকবে। তাই এক নুজরে দেখে নিন কোন কোন দিন সরকারি অফিস, স্কুল কলেজ ও ব্যাংক ছুটি থাকবে। এছাড়া সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা তথা ভোট কর্মীরা কোন কোন দিন ছুটি পাবেন।

যেসমস্ত অফিস বা স্কুলে ভোটকেন্দ্র হবে

যেসমস্ত স্কুল কলেজ বা অফিস ভোটকেন্দ্র বা বুথ হিসাবে ব্যবহার করা হবে, সেই সমসস্ত কেন্দ্রে NI Act এ আগামী ৬, ৭ ও ৮ জুলাই সম্পূর্ণ ছুটি থাকবে। এছাড়া যদি সেই সমস্ত কেন্দ্রে ভেতরেই কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প করার জন্য ব্যবহার করে তবে সেই সমস্ত কেন্দ্র গুলো ৩ অথবা ৪ জুলাই থেকেই ছুটি থাকবে। এছাড়া যেসমস্ত ভোট কর্মীরা DCRC তে কাজ করবেন তাদের নির্দিষ্ট বা আঞ্চলিক প্রশাসন রোস্টার মেনে তাদের জন্য আলাদা ছুটি বা কাজের তালিকা দেবেন।

সাধারণ স্কুল, অফিস ও ব্যাংক

পঞ্চায়েত এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান যেমন স্কুল, অফিস ব্যাংক, ও স্থানীয় প্রশাসনিক অফিস আগামী ৮ই জুলাই ছুটি থাকবে। এবং যেসমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ হবে তাদের আগের নিয়ম অনুযায়ী ছুটি থাকবে। তবে পঞ্চায়েত এলাকার স্কুল গুলো সাধারনত কমবেশি ১ সপ্তাহের মতো ছুটি থাকবে। এছাড়া ৯ জুলাই রবিবার হওয়ায় এমনিতেই ছুটি থাকবে।

New 5g Smartphone (নিউ স্মার্ট ফোন) Upcoming 5G Mobile

পঞ্চায়েত ভোট কর্মীদের ছুটি

যেসমস্ত কর্মীরা বুথে ডিউটি করবেন তাদের আগামী ৭ তারিখ থেকেই DCRC তে হাজিরা দিতে হবে এবং সেখান থেকে পোলিং বা ভোট করার সামগ্রী নিয়ে বুথে পৌছতে হবে, এবং ৮ জুলাই ভোট গ্রহন সম্পন্ন করে DCRC তে জমা দিয়ে রিলিজ অর্ডার নিতে হবে। এবং পরের দিন তারা ছুটি পাবেন। তবে পরের দিন রবিবার হওয়ায় সেই ছুটি কার্যত মার গেল।

তবে যেসমস্ত কর্মীরা DCRC তে ডিউটি করেন তাদের ভোট গ্রহনের ৩ – ৪ দিন আগে থেকেই ডিউটি শুরু হয়। এবং পঞ্চায়েত ভোটের রেজাল্ট না বেরোনার আগ পর্যন্ত কাজ করতে হয়। সেই সমস্ত কর্মীরা ১২ তারিখ ছুটি পেতে পারেন। এবং যেসমস্ত কর্মীরা ভোট গননায় থাকবেন তাদের ১২ তারিখ ছুটি ঘোষণা হতে পারে।

আরও পড়ুন, কারেন্ট বিলের নিয়ম বদল, দিন ও রাতের বিলা আলাদা হবে, নতুন নিয়ম জেনে নিন।

পুনঃ ভোট হলেও বিশেষ ছুটি

যদি কোনও ভোট কেন্দ্রে পুনঃ ভোট বা রি-পোল হয় তবে ভোটের দিন সেই সমস্ত কেন্দ্রের অফিস, স্কুল কলেজ আগের নিয়ম অনুযায়ী ছুটি থাকবে, এবং সেই বুথের কোনও ভোতার জন্য অন্যত্র কাজ করে থাকেন, তার ও সেই দিন ভোট দানের জন্য ছুটি থাকবে।

এই বিষয়ে আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এই ধরনের আরও খবর পেতে বাংলার চোখ পোর্টাল ফলো করুন। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button