LPG Gas – এখন LPG সিলিন্ডারে থাকবে QR কোড! গ্যাস সিলিন্ডারের কারচুপি রুখতে নয়া পদক্ষেপ।

আজকাল প্রতিটি ঘরে ঘরে LPG Gas বা এলপিজি গ্যাসের ব্যবহার। যেসব প্রত্যন্ত গ্রামাঞ্চলে LPG গ্যাস এখন পৌছাইনি সরকার সেই সমস্ত এলাকা গুলোতেও গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকারের প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার মাধ্যমে। LPG Gas বা এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার সহজলভ্য এবং পরিবেশের জন্যও ভালো। তাই LPG Gas বা এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর। ওনেক ক্ষেত্রেই গ্রাহকরা অভিযোগ করেন যে গ্যাস সাপ্লাইয়ে অন্বক জালিয়াতি করা হচ্ছে, এবার থেকে তাই ব্যবহার করা হবে QR কোডের।

Now LPG Gas Cylinder will have QR Code

বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে QR কোড ব্যবহারের এই উদ্যোগটি নেওয়া হয়েছে। জালিয়াতি রুখতেই এবার গ্রাহকদের জন্য ‘পিওর ফর শিওর’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। LPG Gas বা এলপিজি গ্যাসের পরিমাণ ও গুনমানে সচ্ছলতা রাখতের এবং গ্রাহকদের সন্তুষ্টি বিধানের কথা মাথায় রেখে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

ভারতবর্ষে এই ধরনের পরিষেবা নতুন এমনটাই দাবি কোম্পানির। এবার থেকে প্রতিটি LPG Gas বা এলপিজি সিলিন্ডারে একটি টেম্পার প্রুফ সিল এবং QR কোড থাকবে। এই কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকরা, গ্রাহকরা সিলিন্ডারের ওজন, সিল চিহ্ন, গ্রাহকরা সিগনেচার টিউন সহ একটি এক্সক্লুসিভ পিওর ফর শিওর পপ আপ দেখতে পাবেন। সিলিন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে।

এখন পিভিসি আধার কার্ড পেয়ে বাড়ি বসে নিজের মোবাইলের মাধ্যেমে।

যদি LPG Gas বা এলপিজি গ্যাস সিলিন্ডারে কোন কারচুপি করা হয় তাহলে QR কোড স্ক্যান হবেনা, সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যাবে। কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, এলপিজি ইকোসিস্টেমে কিছু পুরানো সমস্যা রয়েছে যেমন ট্রানজিটে চুরি, রিফিল ডেলিভারির জন্য গ্রাহকের তরফে সময় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যা ইত্যাদি। এই সিস্টেমের মাধ্যমে কোম্পানি ও গ্রাহকদের মাঝে এজেন্টদের কারসাজির সমস্ত পথ বন্ধ হয়ে যাবে।

Bank Holidays বা ব্যাংক ছুটি

এই ধরনের উদ্যোগের ফলে কোম্পানির সচ্ছলতা বৃদ্ধি পাবে। কোম্পানি গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে যার ফলে কোম্পানির সুনাম ও ব্রিক্রয় বৃদ্ধি পাবে আরও। ডেলিভারি সময়সূচী এবং রুট অপ্টিমাইজেশন উন্নত করা যাবে। এখানে কোম্পানি গ্রাহকদের আরও একটি বিষয় মাথায় রেখেছেন সেটি হল মহিলা কর্মী দ্বারা এই উদ্যোগের উদ্দেশ্য সাধন করতে, যেহেতু বাড়ির LPG Gas বা এলপিজি গ্যাস মহিলারাই বেশি ব্যবহার করেন।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।

এক কর্মকর্তা জানিয়েছেন যে, “এই উদ্যোগ এলপিজি ইকোসিস্টেমে বিদ্যমান সমস্যা সমাধানে সাহায্য করবে।” আপাতত, শুধুমাত্র ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে এই উদ্যোগ নেওয়া হলেও, পরবর্তীতে এর সফলতা বিচার করে অন্য কোম্পানিগুলোও এমন উদ্যোগ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোম্পানির এই উদ্যোগের ফলে আপনি কতটা উপকৃত হলেন অবশই তা জানাতে ভুলবেন না।

Leave a Comment