Numerology – R নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকে। তাদের কী দোষ, গুন আছে দেখে নিন।
একটি ব্যক্তির নামের ওপর নির্ভর করে সেই ব্যক্তিটির প্রকৃতি, জীবন বৈচিত্র্য ও কর্মজীবন প্রভাবিত হয়। আজকের প্রতিবেদন আমরা জানবো Numerology সম্পর্কে। যে সমস্ত ব্যাক্তির নাম R দিয়ে দিয়ে শুরু তারা কেমন প্রকৃতির মানুষ। তবে চলুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক R নামের ব্যক্তিদের ব্যক্তিত্ব ও কর্মজীবন সমন্ধে কি বলা হচ্ছে? এবং এদের ভবিষ্যৎ কেমন?
Numerology Name Starts with R
- ব্যক্তিত্ব
- কর্মজীবন
- প্রেম জীবন
- দুর্বলতা
ব্যক্তিত্ব
Numerology অনুযায়ী যাদের নামের আদ্যক্ষরে ‘R’ থাকে, তাঁরা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হন। অর্থাৎ তাদের কথা বার্তায় একটা ভাব থাকে যেটা আর পাঁচটা মানুষের থেকে তাকে পৃথক করে। সাধারণত কর্মের ক্ষেত্রে এরা সৃজনশীল ধরনের হয়।
কর্মজীবন
কেরিয়ারের দিক থেকেও সাফল্য পান এই নামের ব্যক্তিরা। কারণ উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন এরা। কোনো কিছু করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। নামের আদ্যক্ষরে ‘R’ থাকা মানুষগুলির ম্যানেজমেন্ট স্কিল দুর্দান্ত। টিমওয়ার্কেও দারুণ। যে কোনও সমস্যা সমাধানের ক্ষেত্রে এরা উদ্ভাবনী এবং সৃজনশীল উপায় খুঁজে বার করেন। কাজের প্রতি যথেষ্ট কর্মক্ষম ও উদ্যমী হন। সবসময় নতুন কিছু করার চেষ্টা বা আগ্রহ এই মানুষগুলোর মধ্যে থাকে। কঠিন কে চ্যালেঞ্জ করে নিজেদের লক্ষ্য পূরণে যেতে এরা বদ্ধপরিকর।
আধার কার্ড দিয়ে বাড়ি বসে বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট প্যান কার্ড। দেখে নিন সহজ পদ্ধতি।
প্রেম জীবন
Numerology অনুযায়ী এরা খুব রোমান্টিক হয়। যাদের নামের আদ্যক্ষর ‘R’ তাদের সঙ্গে সম্পর্কে গেলে সঙ্গীর প্রেমজ জীবন খুব ভালো হয়। কারণ এরা খুব বিশ্বস্ত প্রকৃতির হন। সঙ্গীর সাথে বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক এগিয়ে নিতে চায় বিবাহ পর্যন্ত। অর্থাৎ সঙ্গীর প্রতি খুবই অঙ্গীকার বদ্ধ হয়।
আর সঙ্গীকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি থাকে এরা। এই নামের ব্যক্তিরা স্পষ্ট বক্তব্য রাখতে ভালোবাস। তাই মনের কথা সহজে প্রকাশ করতেও দ্বিধাবোধ করেনা। সম্পর্কের ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা বজায় রাখতে এই নামের ব্যাক্তিরা পছন্দ করেন (Numerology).
দুর্বলতা
যদিও সবদিক দিয়ে ভালো হলেও প্রত্যেকটি ব্যক্তির কোন না কোন দিকে দুর্বল থাকে। তেমনই ‘R’ দিয়ে শুরু নামের ব্যক্তিদের দুর্বলতাও থাকে। দুর্বলতা হলো এরা সাধারণত আবেগপ্রবণ প্রকৃতির হন আর ঝুঁকি নিতে ভালবাসেন। তাই আবেগের কারণে অনেকসময় কষ্ট পেতে হয়। হতাশা ঘিরে ধরে এদের।
কোনো কিছুতে জড়িয়ে পড়লে সেখানে ব্রেক হলে এরা খুব ভেঙে পরে। নিজেদের মনকে কন্ট্রোল করতে পারেনা সবসময়। আবার নিজেদের মতামতের বিষয়ে এরা একগুঁয়ে ও জেদি প্রকৃতির হন। যার ফলে অন্যান্যদের সঙ্গে ঝামেলা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে (Numerology).
নতুন বছরে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির? আপনার রাশিফল অনুযায়ী ভাগ্য যাচাই করে নিন।
সবমিলিয়ে R নামের ব্যক্তিরা খুব ভালো মনের মানুষ হয়ে থাকে। প্রেম বা বিবাহিত জীবন থেকে কর্মজীবন মোটামুটি ভালোই যায়। তবুও আপনি চাইলে বিশেষজ্ঞদের মতামত নিতে পারেন।
এমন আরও নামের আদ্যক্ষর দিয়ে ব্যক্তিত্ব জানতে আমাদের পেজ নিয়মিত ফলো করুন।
Written by Shampa debnath.