আর মাত্র 3 দিন, সেভিংস একাউন্ট চালু রাখতে মানতে হবে RBI এর এই নিয়ম।
বিরাট বদল ব্যাঙ্কের নিয়মে, কিভাবে হবে লেনদেন, দেখুন।
আর খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পাশাপাশি, নতুন সিম কার্ডও নিতে পারবেন না। নতুন ব্যাংক একাউন্ট (New Bank Account) খোলা এবং নতুন সিম কার্ড (New SIM Card) দেওয়ার নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়ে ব্যাংকিং পরিষেবা যেহেতু পুরোটাই অনলাইন সিস্টেম হয়ে গিয়েছে, একদিকে যেমন মানুষের বিরাট সুবিধা হয়েছে, ঠিক তেমনি অপরদিকে জালিয়াত বা প্রতারকদের (Fraud) ফাঁদ পাতা শুরু হয়েছে।
অনলাইন জালিয়াতি দিনের পর দিন বেড়ে চলেছে। সাইবার প্রতারণা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় এর শিকার হতে পারেন। ব্যাংকের তরফ থেকে যেমন সতর্ক করা হচ্ছে, ঠিক তেমনি পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফেও মানুষকে সচেতন করা হচ্ছে। ব্যাংকিং ক্ষেত্রে অনলাইনে কি কাজ করতে পারবেন, আর কি করতে পারবেন না, সেই বিষয়ে এই মুহূর্তে প্রত্যেককেই ওয়াকিবহাল থাকা দরকার।
আবারও বন্ধ হতে চলেছে রাজ্যের সকল স্কুল কলেজ, কতদিনের ছুটি? দেখুন।
রিজার্ভ ব্যাংক (RBI) এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৪১ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণা হয়েছে। তাই এবার অনলাইন জালিয়াতরা যাতে সাধারণ মানুষের ব্যাংক একাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করে দিতে না পারে, সেই কারণেই কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং টেলিকমিউনিকেশন মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, অনলাইন জালিয়াতি রুখতে গেলে মানুষের ব্যাংক একাউন্ট তৈরীর ক্ষেত্রে এবং নতুন সিম কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম আনতে হবে। কি সেই নিয়ম?
এতদিন নতুন সিম কার্ড নেওয়ার সময় ই কেওয়াইসির (e KYC) মাধ্যমে সম্পূর্ণ কাজ সম্পন্ন করা যেত। এবার থেকে আর সেভাবে নতুন সিম কার্ড নেওয়া যাবে না। গ্রাহককে সশরীরে ব্যাংকে হাজির হয়ে নতুন সিম কার্ড নিতে হবে। তার পাশাপাশি, নতুন ব্যাংক একাউন্ট খুলতে গেলেও গ্রাহককে সশরীরে ব্যাংকে উপস্থিত হতে হবে।
অতি সহজেই সিম কার্ড নিয়ে তা ব্যবহার করে গ্রাহকের সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে টাকা তুলে নেওয়া হয়। অনলাইন জালিয়াতরা এই কাজটি খুব সহজেই করে থাকে। আর সিম কার্ড ব্যবহার করার পর সেই সিম কার্ড বন্ধ করে দেওয়া হয়। যাতে আগামী দিনে আর ব্যাংক অ্যাকাউন্ট এবং সিম কার্ডের তথ্য অনলাইন জালিয়াত বা অন্যান্য কারুর হাতে না পড়ে যায়, সেই কারণেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিতে চলেছে।
অনলাইন স্ক্যাম (Online Scam) এবং সিম কার্ড ভেরিফিকেশন (SIM Card Verification), এর ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, কেওয়াইসি জমা দেওয়ার নিয়মেও বদল ঘটছে। পুরনো নিয়মে আর কেওয়াইসি জমা দেওয়া যাবে না। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) এবং দূর সঞ্চার মন্ত্রকের (Telecommunication Ministry) পক্ষ থেকে অনলাইন জালিয়াত সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে।
সেখানে টেলিকম অপারেটরদের অনলাইন জালিয়াতি রোখার জন্য নতুন নীতি প্রণয়ন করার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সমস্ত টেলিকম অপারেটর সেই কাজ শুরু করে দিয়েছে। তাই এবার যখনই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন বা নতুন সিম কার্ড নিতে যাবেন, তখন এই নতুন নিয়মের দিকে নজর দেবেন। আর পুরনো নিয়মে ব্যাংকে গিয়ে এই সমস্ত কাজ করা যাবে না।