ভারতের ই – ওয়ালেট কোম্পানি গুলির মধ্যে Phone Pe অন্যতম। এবার তারা আনতে চলেছে আধার লিঙ্ক করার সুযোগ। দেখে নিন বিস্তারিত তথ্য।
২০১৫ সালে বেঙ্গালুরুতে Phone Pe র স্থাপনা করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল দেশের নাগরিকদের নগদ লেন দেন এর বদলে অনলাইন লেন দেনের দিকে আগ্রহী করে তোলা। ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত এই কোম্পানির গ্রাহকের সংখ্যা ৩৫ কোটিতে পৌঁছেছে।
Phone Pe র এই অফার পেতে করতে হবে এই ছোট্ট কাজ।
ভারতবর্ষের ১১ ধরনের ভাষায় এই অ্যাপ উপলব্ধ আছে। Phone Pe র মাধ্যমে মুলত মোবাইল রিচার্জ, DTH – Direct To Home রিচার্জ, UPI পেমেন্ট ছাড়াও অনেক ধরনের পরিষেবা পাওয়া যায়। এবার ফোন পে পক্ষ থেকে মোবাইল ওয়ালেট এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নতুন নিয়ম আনা হয়েছে। এতদিন UPI – Unified Payment Interface এর জন্য নিজেকে নথিভুক্ত করতে হলে আধার সংযোগ বাধ্যতামূলক করা হল এই কোম্পানির তরফে।
বিভিন্ন ধরনের উৎসবের মরশুমে এই কোম্পানির তরফে কেনা কাটার সময়ে আকর্ষণীয় ক্যাশব্যাক পাওয়া যায়। Phone Pe র তরফে বলা হয়েছে, আগে UPI এর মাধ্যমে লেন দেন করতে হলে ব্যাংকের ডেবিট কার্ড বাধ্যতা মূলক ছিল। কিন্তু এখন যেই সকল গ্রাহকদের ডেবিট কার্ড নেই তারাও এই পরিষেবা উপভোগ করতে পারবেন। বর্তমান সময়ে মানুষের অনলাইন টাকা লেনদেনের জন্য UPI হচ্ছে প্রথম পছন্দ।
দেখে নিন কীভাবে নিজের আধার কার্ডের মাধ্যমে UPI নথিভুক্ত করবেনঃ-
১. প্রথমে Phone Pe অ্যাপ খুলে নিতে হবে।
২. নিজের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে।
৩. OTP – One Time Password চাওয়া হলে আপনাকে দিতে হবে।
৪. এর পরে My Money অপশনে ক্লিক করতে হবে।
৫. Add New Bank Account এর অপশন সিলেক্ট করতে হবে।
৬. নিজের ব্যাংক এর অপশনে ক্লিক করতে হবে।
৭. জেনে রাখা ভাল আপনার Phone Pe আর ব্যাংকের মোবাইল নাম্বার এক হলে ভাল হয়।
৮. স্বয়ংক্রিয় ভাবে আপনার ব্যাংক অ্যাকাউণ্ট এর সঙ্গে আপনার UPI লিঙ্ক হয়ে যাবে।
৯. এই খানে শেষ বারের জন্য আপনাকে দুটো অপশন দেখানো হবে আধার ও ডেবিট কার্ড। আপনাদের আধার কার্ডের অপশনটি সিলেক্ট করতে হবে।
১০. এর পরে আপনি কোন ডেবিট কার্ড ছাড়াই শুধুমাত্র আধার কার্ড এর মাধ্যমে UPI ব্যবহার করতে পারবেন।
নতুন বছরে SBI এর গ্রাহকদের জন্য মস্ত বড় খুশির খবর। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো SBI.
শেষ পর্যন্ত আপনাকে একটা ৬ অঙ্কের PIN – Personal Identification Number সিলেক্ট করে নিতে হবে। ভবিষ্যতে এই ৬ অঙ্কের পিন যে কোন টাকা লেন দেন এর ক্ষেত্রে লাগবে।
এই নিয়ে নিজের মত নিচে কমেন্ট বক্সে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য।