PNB Bank mpassbook – অবিলম্বেই বন্ধ হতে চলেছে এই ব্যাংকের অ্যাপ। এবার থেকে কিভাবে দেখবেন লেনদেনের হিসাব? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।
আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB Bank) একজন গ্রাহক হন এবং Punjab National Bank অ্যাকাউন্টের পাশবুক চেক (PNB MpassBook) করতে আপনাকে ব্যাঙ্কে যেতে হয়। আর ব্যাংকে যাওয়া যদি অসুবিধাজনক হয় তবে আর কোনো চিন্তা নেই আপনি ব্যাঙ্কে না গিয়ে অনলাইনের মাধ্যমে পাশবুক চেক করতে পারবেন। এই ডিজিটাল যুগে যেখানে অর্থপ্রদান থেকে শুরু করে লেনদেন পর্যন্ত সবকিছুই এখন ইন্টারনেট ব্যবহার করে করা হচ্ছে, তাই আপনি বাড়িতে বা আপনার এলাকার বাইরে থাকুন না কেন, আপনি আপনার পাশবুকের ইতিবৃত্তান্ত যেকোন সময়, যেকোন জায়গায় বাস্তব সময়ে দেখতে পারবেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ‘1.12.2023 থেকে PNB mpassbook অ্যাপ বন্ধ হয়ে যাবে। বর্তমানে পিএনবি ওয়ান অ্যাপে এমপাসবুক ব্যবহার করতে পারবেন। তাই তথ্য দেখার জন্য PNB one app এ থাকা mpassbook ব্যাবহার করতে বলা হয়েছে। এটি আসলে পাশবুকের ডিজিটাল সংস্করণ। এখান থেকে গ্রাহকরা মিনি স্টেটমেন্ট, লেনদেন ডিটেলস সব দেখতে পারেন। আর PNB one app হলো ইউনিফাইড মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন।
এর মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB mpassbook) এর গ্রাহকরা অতি সহজেই ব্যাংকের সমস্ত ডিটেইলস এই অ্যাপ ব্যাবহার করে দেখতে পারবেন। এছাড়া এই অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্টের স্টেটমেন্ট পিডিএফ মারফত রেখে দিতে পারেন। আর আপনি সিঙ্গেল বা যৌথ যে কোনো ভাবেই অ্যাকাউন্ট খুললেই এই অ্যাপ থেকে সুবিধা পাবেন।
PNB mpassbook App সংক্রান্ত জরুরি তথ্য
১) এই অ্যাপ ইন্সটল করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বর্তমানে সচল বা অ্যাকটিভ থাকতে হবে। অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকা পয়সা লেনদেন করতে হবে।
২) সব ফোন এই অ্যাপ ইন্সটল করা যাবেনা। সেক্ষেত্রে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 6.0 হতে হবে। আর আইওএস সংস্করণের ক্ষেত্রে 11.0 হতে হবে।
৩) আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার কানেক্ট থাকতে হবে।
PNB one app mpassbook কিভাবে কাজ করে
১) PNB one app mpassbook ইনস্টল করুন। এরপর new user এ ক্লিক করুন।
২) আপনার পিএনবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। আর তারপর রেজিস্টার করুন। যে কোনো একটি পছন্দ চয়েস করুন মোবাইল ব্যাংকিং না ইন্টারনেট উভয়ই।
৩) এবার আপনাকে রেজিস্টার করার জন্য একটা OTP আপনার ফোনে যাবে। সেই OTP দিয়ে রেজিস্টার করার জন্য আপনাকে কিছু বিষয় বেছে নিতে হবে।
ডেবিট কার্ড ছাড়া
ডেবিট কার্ড ব্যবহার করে
আঁধার ওটিপি ব্যাবহার করে।
৪) ডেবিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলে কার্ড নম্বর ও পিন নম্বর দিতে হবে আর ডেবিট কার্ড ছাড়া করলে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।
৫) এবার লগইন করুন ও TPIN করুন।
৬) এরপর ইউজার আইডি সহ লগইন এর ম্যাসেজ পাঠানো হবে
৭) এরপর sign in এ ক্লিক করুন।
৮) এরপর ইউজার আইডি দিয়ে MPIN তৈরি করুন ও লগইন করুন PNB one।
৯) তারপর স্ক্রল করে নিচে গিয়ে দেখা যাবে ও other service থেকে mpassbook মুছে গিয়ে নিজের ব্যাংকের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন।
সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।
আজকাল ডিজিটাল যুগে (PNB mpassbook) সবকিছুই ফোনের মধ্যেই মানুষ বাড়ি থেকে করে ফেলে। ফলে সময় বাঁচে ও পরিশ্রম ও কম হয়। তাই অনলাইন শপিং থেকে শুরু করে কারেন্টের বিল ও অনলাইনে দেয় সবাই। এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য পাশবুক নিয়ে ব্যাংকে গিয়ে আপডেট করতে হবেনা। এই PNB one app mpassbook install করে নিন আর খুব সহজেই মিনি স্টেটমেন্ট দেখে নিন।
আরও তথ্যের জন্য বাংলার চোখ ফলো করুন।