Interest Rate – গ্রাহকদের কথা ভেবে আবারও সুদের হার বাড়ালো জনপ্রিয় এই রাষ্ট্রয়ত্ব ব্যাংক।

Interest Rate – গরিব মানুষদের জন্য নতুন সুবিধা চালু করল দেশের এই ব্যাংকটি।

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেবলমাত্র আয় আর ব্যয়ের (Interest Rate) দিকে নজর দিলেই হবে না। পাশাপাশি বিশেষ নজর দিতে হবে সঞ্চয় ও বিনিয়োগের দিকেও। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হল, ভারতের মতো উন্নয়নশীল দেশে উচ্চবিত্ত মানুষরা সঞ্চয় ও বিনিয়োগ করতে পারলেও, যারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তারা করতে পারেন না। এর প্রধান কারণ হল বিনিয়োগ প্রকল্পগুলিতে যে পরিমাণে প্রিমিয়াম জমা করতে হয়, তার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের পক্ষে বেশিদিন দেওয়া সম্ভব না।

Advertisement

কিন্তু এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে নতুন সুযোগ। এর দৌলতে এবার গরিব মানুষরাও করতে পারবেন বিনিয়োগ। যে কোন ব্যাংকের মেয়াদি প্রকল্পে টাকা রাখলে সুদের হার থাকে সর্বোচ্চ ৬.৫ শতাংশ। সেখানে দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৭.৫ শতাংশ হারে (Interest Rate) সুদ দেবে। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আজকের প্রতিবেদনটি পড়তে হবে।

Advertisement

অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার আর উচ্চমাধ্যমিকে MCQ, রাজ্যে চালু হল নয়া শিক্ষানীতি।

২০২৩ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘মহিলা সম্মান সার্টিফিকেট’ -এর কথা ঘোষণা করেন। প্রথমদিকে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র পোস্ট অফিসের মাধ্যমেই দেশের মহিলারা পেতেন। কিন্তু এবার থেকে নির্বাচিত কিছু রাষ্ট্রত্ত্ব ও বেসরকারি ব্যাংকে (Interest Rate) এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই ব্যাংকগুলোর মধ্যে থেকে অন্যতম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি।

দেশের যেকোনো মহিলা বা অল্প বয়সী মেয়ে কিংবা কোন কিশোরীর অভিভাবক এই মহিলা সম্মান সার্টিফিকেটের আওতায় একাউন্ট (Interest Rate) খুলতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন ২০২৫ সালের ৩১ শে মার্চ পর্যন্ত। কেন্দ্র সরকার আপাতত দু বছরের জন্য এই মহিলা সম্মান সার্টিফিকেট প্রকল্পে একাউন্ট খোলার সুযোগ দিচ্ছে। এর জন্য আপনাদের ফর্ম 1 পূরণ করতে হবে।

মহিলা সম্মান সার্টিফিকেট একাউন্ট খোলার নিয়ম :-

১. এই প্রকল্পের অধীনে কেবলমাত্র মহিলারাই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
২. প্রাপ্তবয়স্ক না হলে অ্যাকাউন্ট হোল্ডার এর অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
৩. এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় বাসিন্দা হতে হবে।
৫. এই প্রকল্পের অধীনে ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
৬. অ্যাকাউন্ট ফোল্ডারের মৃত্যুর পর অথবা অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট হোল্ডারের অভিভাবক মারা গেলে নমিনি সমস্ত টাকা তুলে নিতে পারবেন।
৭. একাউন্ট হোল্ডারের চিকিৎসা সংক্রান্ত কোন প্রয়োজন পড়লে টাকা তুলতে পারবেন।

মহিলা সম্মান সার্টিফিকেট অ্যাকাউন্ট খোলার লাভ :-

এই প্রকল্পের অধীনে একাউন্ট খোলার পর বিনিয়োগকারী অ্যামাউন্টের ১০০ -র গুনিতকে যত খুশি ইচ্ছে বিনিয়োগের পরিমাণ বাড়ানো যায়। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে এক্ষেত্রে সুদ পাওয়া যাবে। কোন প্রয়োজনে ফর্ম 2 পূরণ করে ৪০ শতাংশ অর্থ তুলে নিতে পারবেন। মাঝপথে জমা করা অর্থ তুলে নেওয়ার অনুমতি রয়েছে। স্বল্প মেয়াদে উচ্চ মাত্রায় রিটার্ন পাওয়ার একটি ভালো বিকল্প এটি।

পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা ধরে জেলে পাঠানোর নির্দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button