সমস্ত পোস্ট অফিস গ্রাহকদের জন্য POMIS তথা Post Office Monthly Income Scheme এ আরও নতুন সুবিধা যোগ করলো কেন্দ্র সরকার। এই স্কীমে প্রতিমাসে ৯০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এই স্কীমে কিভাবে বিনিয়োগ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সুদের হার ও নিয়ম কানুন জেনে নিন।
POMIS – Post Office Monthly Income Scheme
কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে একাধিক অভিনব প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের জনগণ আর্থিক সহায়তা পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান হলো পোস্ট অফিস। এই পোস্ট অফিস হলো বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও ভরসার জায়গা। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে।
যদিও বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস একাউন্ট এর থেকে ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোস্টঅফিস নিরাপত্তার দিক থেকে নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়। বর্তমানে পোস্ট অফিস বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য বিভিন্ন রকম স্কিম এনেছে, যেগুলোতে বিনিয়োগ করলে লাভযুক্ত রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে Post Office Monthly Income Scheme (POMIS) অন্যতম।
Post Office Monthly Income Scheme Calculator
POMIS Interest Calculator
- এই স্কিমের মেয়াদ হল ৫ বছর
- এই স্কিমে সুদের হার দেওয়া হয় ৭.৪ শতাংশ হারে।
- এই স্কিমে একজন বিনিয়োগকারীর সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ ৯ লক্ষ
- এই স্কিমে একজন বিনিয়োগকারী এককভাবেও অ্যাকাউন্ট খুলতে পারে, আবার যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে।
- যৌথ একাউন্ট খুললে সর্বোচ্চ বিনিয়োগ করার পরিমাণ তার 15 লক্ষ।
- এই স্কিমে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
এই স্কিমের থেকে মাসিক রিটার্ন কেমন পাওয়া যাবে:
আপনি যদি এককভাবে একাউন্ট খুলেন এবং ৯ লক্ষ টাকা জমা করেন, তাহলে প্রত্যেক মাসে আপনার মাসিক রিটার্ন পাচ্ছেন ৫,৫৫০ টাকা। যৌথ অ্যাকাউন্টে আপনি যদি ১৫ লক্ষ জমা করেন, তাহলে প্রতি মাসে রিটার্ন পাবেন ৯,২৫০ টাকা।
আরও পড়ুন, আধার কার্ড গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। কিভাবে আবেদন করবেন?
প্রিম্যাচিউর ক্লোজার
Post office MIS স্কিমে আপনি যদি মেয়াদের আগে অর্থাৎ এক বছরের মধ্যে টাকা তুলতে চান, তাহলে আপনি এক বছর পর টাকা তুলতে পারবেন। তবে সে ক্ষেত্রে পেনাল্টি যুক্ত করা হবে। যদি কেউ এই স্কিমে আপনি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি ১,১১,০০০ সুদ পাবেন।
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এর সুবিধা
পোস্ট অফিস যেহেতু ভারত সরকারের অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান, তাই এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনার কোন রকম নিরাপত্তাহীনতার ঝুঁকি থাকছে না। আপনি মাসিক একটি লাভজনক স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন পাচ্ছেন।
পোস্ট অফিসে বিনিয়োগ করতে হলে আপনাকে খুব বেশি জটিল প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে না। আপনাদের নিকটবর্তী পোস্ট অফিস থেকে সহজেই এই স্কিমে বিনিয়োগ করার জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুন, টাকা পেতে কি কি করতে হবে, দেখুন।
কীভাবে আবেদন করবেন?
১) নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন।
২) আপনার প্রয়োজনীয় নথি যেমন – প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ ইত্যাদি নিয়ে যাবেন সঙ্গে করে।
৩) স্কিমের শর্তাবলী বোঝার পর আবেদনপত্র পূরণ করুন।
৪) প্রথম বিনিয়োগের অর্থ জমা দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
আপনি যদি প্রত্যেক মাসে একটি নিশ্চিত রিটার্ন পেতে চান এবং মাসিক একটা নিশ্চিত আয়কে ধরে রাখতে চান, তাহলে পোস্ট অফিসের এই স্কিমে ক্ষুদ্র বিনিয়োগ করে লাভযুক্ত রিটার্ন পান। পোস্ট অফিসের এটি একটি আদর্শ স্কিম, তাই এই স্কিমে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।