Post Office FD – পোস্ট অফিসে কত বছরের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ পাবেন? দেখে নিন লিস্ট।
Post Office FD Interest List.
রোজকার কর্ম ব্যস্ততার জীবনে মানুষ টাকা ইনকাম করার পরও অর্জিত টাকার কিছুটা সঞ্চয় (Post Office FD) করে রাখেন ভবিষ্যতের জন্য। আর এই সঞ্চয়টা তারা এমন কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানে করতে চায় যাতে কোনো লোকসান না হয়। ভারতের মধ্যে টাকা সঞ্চয়ের দিক থেকে এস বি আই ও পোস্ট অফিস এই দুটো খুব গুরত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া এই দুটো আর্থিক প্রতিষ্ঠানে টাকা সঞ্চয়ে অন্যান্য ব্যাংক থেকে বেশি সুদ প্রদান করা হয় বিনিয়োগকারীকে। এছাড়া এখানে টাকা রেখে প্রতারিত হবার সম্ভাবনা নেই।
তাই বেশিরভাগ মানুষ বেছে নেয় পোস্ট অফিস ও এস বি আই (Post Office FD) এর মতন আর্থিক প্রতিষ্ঠানকে। তবুও এখনো অবধি কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে পোস্ট অফিসে ব্যাংকের চেয়ে কম সুদ দেওয়া হয় । কিন্ত এই ধারণা ভুল প্রমাণিত করে প্রত্যেকবার পোস্ট অফিস। এস বি আই ভালো সুদ প্রদান করলেও পোস্ট অফিস ইদানিং অনেক বেশি সুদ দিচ্ছে। পোস্ট অফিস নতুন একটি স্কীম এনেছে যেটি ফিক্সড ডিপোজিট স্কিম নামকরণ করা হয়েছে। এছাড়া একে টাইম ডিপোজিট ও বলা হয়।
এই স্কিমে কত টাকা জমা করলে কত রিটার্ন পাবেন? কিংবা এই স্কীম সমন্ধে জানেন কি? আমরা জানাচ্ছি সম্পূর্ণ সহজভাবে। পোস্ট অফিসের (Post Office FD) জনপ্রিয় স্কীম গুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ফিক্সড ডিপোজিট স্কীম। এই স্কিমের সুবিধা হলো এককালীন কিছু পরিমাণ টাকা আপনাকে পোস্ট অফিসে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য এরপর নির্দিষ্ট সময় হলে অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি সুদ সহ বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাবেন।
পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম গুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কীম হল পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কীম। এই স্কীমে এককালীন কিছুটা পরিমাণ টাকা আপনাকে পোস্ট অফিসে জমা করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য এরপর নির্দিষ্ট সময় হলে অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি সুদ সহ বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাবেন।
এই স্কিমে সুদের পরিমাণ কেমন হবেঃ
আপনি যদি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে (Post Office FD) ১ লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি আপনার সুদের টাকা প্রতি কোয়ার্টারে পাবেন না সেটি পাবেন একদম বছরের শেষে মানে আ্যনুয়ালি। অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমে সুদের পরিমাণ কোয়ার্টার হিসাব করা হলেও আপনি সুদ পাবেন বছরের শেষে। এরফলে একবারে অনেক টাকা পাচ্ছেন। ফলে সেটা আপনার জন্য লাভজনক। তবে সুদের রেট অনেকসময় পোস্ট অফিস প্রতি কোয়ার্টারে পরিবর্তন করতে পারে। কিন্তু আপনি যে ইন্টারেস্ট রেটে ফিক্সড ডিপোজিট করবেন সেই ইন্টারেস্ট রেটেই আপনি সুদ পাবেন। অর্থাৎ আপনার জমানো টাকার ওপর পরিবর্তনশীল রেটের হার প্রভাব ফেলবে না।
কত বছরে কত পরিমাণ সুদ পাবেন (Post Office FD) তার একটা নমুনা দেওয়া হলোঃ
১ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৬.৯ শতাংশ
২ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৭.০ শতাংশ
৩ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৭.০ শতাংশ
৫ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৭.৫ শতাংশ
পোস্ট অফিসে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে ফিক্সড ডিপোজিট শুরু করতে পারেন। পোস্ট অফিসের ফিক্স ডিপোজিটে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই অর্থাৎ আপনি যত খুশি টাকার ফিক্সড ডিপোজিট করতে পারেন।
কারা একাউন্ট খুলতে পারবেনঃ
১৮ বছরের উর্ধ্বে যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD) করতে পারবেন। ফিক্সড ডিপোজিট আপনি একক ভাবে করতে পারেন এবং যৌথভাবেও করতে পারেন। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ জন ব্যক্তি থাকতে পারেন। এছাড়াও কোন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার হয়ে অবিভাবকরা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারেন। কোন প্রতিবন্ধী ব্যক্তির হয়ে তার পরিবারের কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
ফিক্সড ডিপোজিটের নিয়মাবলীঃ
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে প্রতিবছর আপনার যে পরিমাণ ইন্টারেস্ট হচ্ছে অর্থাৎ আপনি যে পরিমাণ সুদ পাচ্ছেন সেটি আপনি চাইলে পোস্ট অফিসের সেভিংস একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই একটি ফর্ম জমা করতে হবে। এই ফিক্সড ডিপোজিটে আপনি ইন্টারেস্ট ছাড়াও আরও কিছু সুবিধা পাচ্ছেন। যেমন আপনি যদি ৫ বছরের জন্য যদি 1.5 লাখ টাকার মধ্যে ফিক্সড ডিপোজিট করেন তাহলে 80C ধারা অনুযায়ী ট্যাক্স এ ছাড় পাবেন।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD) সময়কাল সম্পূর্ণ হওয়ার আগেই আপনার যদি মনেহয় এটাকে একটু বাড়ানো যেতে পারলে ভালো হয় অবশ্যই আপনি কন্টিনিউ করতে পারেন। তবে কিছু নিয়ম মানতে হবে সেক্ষেত্রে। আপনি যদি ১ বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন এটাকে আরও কিছু দিন বা বছর বাড়াবেন তাহলে ম্যাচুরিটির ৬ মাসের মধ্যেই এক্সটেনশন ফর্ম জমা দিতে হবে।
2 বছরের ফিক্সড ডিপোজিট হলে আপনাকে ১২ মাসের মধ্যে এক্সটেনশন ফর্ম জমা দিতে হবে। 3 কিংবা 5 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ১৮ মাসের মধ্যে এক্সটেনশন ফর্ম জমা দিতে হবে। এছাড়াও আপনি চাইলে একাউন্ট খোলার সময়ই এক্সটেনশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন। এক্সটেনশন করার ক্ষেত্রে মনে রাখবেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে ম্যাচুরিটির সময় যত ইন্টারেস্ট থাকবে এক্সটেনশন পিরিয়ডে আপনি সেই ইন্টারেস্ট রেট পাবেন।
প্রিম্যাচিউর ক্লোজঃ
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি একবার ফিক্সড ডিপোজিট করে আবার চাইলেই বন্ধ করতে পারবেন না। অন্তত ৬ মাসের আগে প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন না।
Written by Shampa Debnath.