এসে গেল পোস্ট অফিস এর সেরার সেরা স্কীম। মাত্র ২০০ টাকায় হয়ে যান লাখপতি।
পোস্ট অফিস এর এই দুর্দান্ত স্কীমে কীভাবে বিনিয়োগ করবেন? আসুন জেনে নেওয়া যাক।
এখনও পর্যন্ত নিজের কষ্টের রোজগার বিনিয়োগের কথা চিন্তা করলে প্রথমেই দেশবাসির মনে পরে পোস্ট অফিস এর কথা। বাকি সমস্ত বিনিয়োগকারী সংস্থার থেকে ভারতীয় ডাক ঘরকে সকলে সুরক্ষিত বলে মনে করে। অনেক নাগরিকরা মনে করেন শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে বেশি রিটার্ন পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকি থাকার জন্য সকলের এক নম্বর পছন্দ হল পোস্ট অফিস।
বর্তমানে ভারতীয় ডাক ঘরের তরফ থেকে অনেক ধরনের নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে। আজকে আমরা সেই সকল প্রকল্পের মধ্যে থেকে একটি প্রকল্প নিয়ে এইখানে আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে এই আলোচনা আপনি শুনতে পারেন।
আজকে আমরা পোস্ট অফিস “RECURRING DEPOSIT ACCOUNT” এর বিষয়ে আলোচনা করতে চলেছি। এই স্কিমে আপনি মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ করা শুরু করতে পারবেন আর এর কোন ঊর্ধ্বসীমা নেই। শুধুমাত্র কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। সেগুলি হল বিনিয়োগকারীকে স্থায়ী ভাবে ভারতের নাগরিক হতে হবে এছাড়াও তার বয়স ১৮ বছর হতে হবে।
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা করে, মুনাফা পান মাসে লাখ টাকা।
ভারতীয় ডাক ঘরের RD অর্থাৎ RECURRING DEPOSIT ACCOUNT এ আপনি নিজের ইচ্ছে মতো সময় কালের জন্য টাকা জমা করতে পারবেন। নুন্যতম ১ বছর থেকে আপনি টাকা রাখা চালু করতে পারবেন। এই প্রকল্পে প্রতি তিন মাস পরে আপনি সুদ পেতে থাকবেন। এই স্কিমে কোন বাবা-মা তাদের অনূর্ধ্ব ১৮ বয়সের সন্তানের জন্য RD চালু করতে পারবেন।
RD তে সুরক্ষিত বিনিয়োগ আর ভাল রিটার্নের পাশাপাশি পোস্ট অফিস দিচ্ছে আরও কিছু সুযোগ, কি সেই সুযোগ জেনে নিন। এই প্রকল্পে আপনি লোণের সুবিধা পেয়ে যাবেন। নিজের জমা রাশির ৫০% পর্যন্ত আপনি লোণ নিতে পারবেন। এর পরে ১২ টি কিস্তির মাধ্যমে এই টাকা আপনি ফেরত দেওয়ার সুযোগ পাবেন।
এবার জেনে নিন কত টাকা জমা করলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্পের মাধ্যমে। আপনি প্রতিমাসে ৬,০০০ টাকা করে জমা করেন ৭ বছরের জন্য তাহলে আপনি শেষে ৬,৭৬,০০০ টাকা পাবেন। সাত বছরে আপনার মুল বিনিয়োগ হল- ৫ লক্ষ ৪ হাজার টাকা। এর সাথে আপনার সুদের পরিমান ১ লক্ষ ৭২ হাজার টাকা হচ্ছে। এই দুই মিলিয়ে- ৫,০৪,০০০+১,৭২,০০০ = ৬,৭৬,০০০ পেয়ে যাবেন।
দেশের সবচেয়ে লাভজনক স্কীম, এখানে টাকা রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও।