ভারতে ব্রিটিশ আমলে প্রথম বারের জন্য দেশে ১ অক্টোবর ১৮৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তৎকালীন ক্যালকাটা তে দেশের প্রথম পোস্ট অফিস GPO – General Post Office এর স্থাপনা করা হয়েছিল। যেটা এখন আমাদের কলকাতা বাসিদের একটা ভাল ভ্রমন স্থানের মধ্যে অন্যতম।
নিজেদের শেষ জীবনের সঞ্চয় জমানোর জন্য এখনও পর্যন্ত দেশের মানুষদের এক মাত্র ভরসা হল ভারতীয় ডাক বিভাগ।
পোস্ট অফিসের নতুন স্কিমে কীভাবে টাকা জমা দেবেন দেখুন।
যাকে আমরা প্রচলিত ভাষায় পোস্ট অফিস বলে জানি। এবারে দেশের নাগরিকদের জন্য এক লাভবান প্রকল্প নিয়ে হাজির হয়েছে। যার মাধ্যমে এককালীন টাকা রেখে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমানে টাকা পাবেন সারা জীবন ধরে। এই আলোচনায় আমরা পোস্ট অফিসের “মান্থলি ইনকাম স্কিম” নিয়ে কথা বলতে চলেছি। এই প্রকল্পের অধীনে আপনি ১ হাজার টাকা থেকে শুরু করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারেন একজন ব্যক্তি হিসাবে।
এলআইসিতে টাকার বৃষ্টি, মাত্র 200 টাকা বিনিয়োগে হয়ে যান লাখপতি।
যদি আপনি চান তাহলে জয়েন্টে প্রায় ৯ লক্ষ থাকা পর্যন্ত টাকা আপনি জমা রাখতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এক পরিসংখ্যান অনুসারে এই প্রকল্পের অধীনে ৬.৭% টাকা বার্ষিক হারে সুদ পেতে পারেন।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেনঃ-
১. সকল ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবে।
২. এই প্রকল্পের জন্য আধার কার্ডের থাকা বাধ্যতামূলক।
৩. ১০ বছরের ওপরে সকলে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে ১০ বছরের কম হলে অভিভাবকের নামে এই অ্যাকাউণ্ট হতে হবে।
কত টাকা পেতে পারেনঃ-
• ১ লক্ষ থেকে জমা রাখলে ৬.৭% সুদ হিসাবে বছরে ৬,৭০০ টাকা আর মাসে ৫৫৮ টাকা পাবেন।
• ৪.৫০ লক্ষ টাকা রাখলে বছরে ৩০,১৫০ টাকা মাসে ২৫১২ টাকা।
• ৯ লক্ষ টাকা বছরে ৬০,৩০০ টাকা আর মাসে ৫০২৫ টাকা পাবেন।
সন্তানের ভবিষ্যত সুগম করবে পোস্ট অফিসের এই স্কিম, মিলবে মাসিক 1925 টাকা।
পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে এই জন্য টাকার নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করতে হবে না। আরও বেশি কিছু জানতে হলে আপনার নিজের পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট এর জন্য।