Post Office মাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ।

Post Office বা ভারতীয় ডাক বিভাগ এর তরফে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ১ লা অক্টোবর ১৮৫৪ সালে আজ থেকে ঠিক ১৬৮ বছর আগে আমাদের দেশে প্রথমবারের জন্য পোস্ট অফিস এর স্থাপনা করা হয়েছিল। শুধুমাত্র ডাক পরিবহণের মাধ্যমই নয়, আমাদের দেশের নাগরিকদের কাছে নিজেদের পুঁজি বিনিয়োগের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে পোস্ট অফিস।

Post Office এ কর্মী নিয়োগে আবেদনের পদ্ধতি জেনে নিন।

এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে Post Office এ ৪ লক্ষ ১৬ হাজারের বেশি কর্মী নিযুক্ত রয়েছে। ২০২৩ সালে পশ্চিমবঙ্গে GDS – Gramin Dak Sebak ও BPM – Branch Post Master এই দুই পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করা যাবে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আবেদনের পদ্ধতি, বয়স, যোগ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি।

Intelligence Bureau তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন।

Post Office এ কর্মী নিয়োগে আবেদনের যোগ্যতাঃ-
১) মূলরূপে ভারতীয় বা পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হতে হবে।
২) রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত কোন বিদ্যালয় থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
৩) আবেদনকারীর নিজস্ব সাইকেল থাকা বাধ্যতামূলক।

৪) কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকতে হবে।
৫) স্থানীয় ভাষা জানতে হবে।
Post Office এ কর্মী নিয়োগে আবেদনের পদ্ধতিঃ-
১) অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে।
২) www.indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

৩) নিজের রাজ্য বেছে নিতে হবে।
৪) নিজের এলাকার ডিভিসান সিলেক্ট করে নিতে হবে।
৫) এর পরে নির্দিষ্ট অফিসে গিয়ে আপনাকে আবেদন জানাতে হবে।
Post Office এ কর্মী নিয়োগে প্রয়োজনীয় নথিপত্রঃ-

১) আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২) জন্মের প্রমানপত্র লাগবে।
৩) নিজস্ব ব্যাংক অ্যাকাউণ্ট থাকতে হবে।
৪) প্রয়োজন থাকলে ভোটার কার্ড ও প্যান কার্ডও চাওয়া হতে পারে।

পোস্ট অফিস এ কর্মী নিয়োগের আরও কিছু তথ্যঃ-
১) এই আবেদনের জন্য ১৮ – ৪০ এর মধ্যে বয়স থাকতে হবে।
২) আবেদনকারীদের ১০০ টাকা আবেদনমূল্য দিতে হবে।
৩) SC, ST, PWD ও মহিলা প্রার্থীদের কোন ধরণের আবেদন ফি জমা করতে হবে না।
৪) ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।

New Post Office Scheme – মাত্র 50 টাকা করে জমিয়ে পান 20 লক্ষ টাকা, বিশ্বাস না হলে ক্লিক করে জেনে নিন।

এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment