Ration – মধ্যবিত্তের মুখে হাসি! এবার থেকে রেশন কার্ডে বিনামূল্যে মিলবে চিনি, তেল, মশলা ও মুসুর ডাল। কারা কারা পাবেন জানুন?

কোন কোন Ration Card-এ মিলবে এই সুবিধা জানুন বিস্তারিত।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারতবর্ষের (Ration) বহু মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। ‘দিন আনি দিন খাই’ মানুষের সংসারে রোজ বাজার করা সম্ভব না। তার মধ্যে মূল্য বৃদ্ধির এই বাজারে কিছু কিনতে গেলেই নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের। দেশের গরীব মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার বেশ কিছু প্রকল্প ও যোজনা চালু করেছে। বিগত বেশ কয়েক বছর ধরে ভারতে রেশন ব্যবস্থা চালু রয়েছে।

Advertisement

এছাড়াও নানা রকম প্রকল্পের মাধ্যমে নিম্নবিত্ত পরিবারের জীবন সহজ করার চেষ্টা করে চলেছে কেন্দ্র সরকার। তেমনই একটি জনদরদী পরিষেবা এবার শুরু করলে রাজ্য সরকার। এবার থেকে দরিদ্র পরিবারকে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে চিনি, মসুর ডাল, তেল ও মসলা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে মুখে চওড়া হাসি ফুটেছে রাজ্যের মানুষের। গত ১৫ ই আগস্ট এই সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন।

Advertisement

পর্যটকদের জন্য দীঘায় চালু হল নতুন নিয়ম, ঘুরতে যাওয়ার আগে অবশ্যই জানুন, নইলে পস্তাবেন।

১৫ ই আগস্ট ছিল ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার এতগুলো বছর পরেও আজও বহু মানুষকে অন্য সংস্থানের চিন্তা করতে হয়। রাজস্থানে কোটি কোটি মানুষ বিনামূল্যে Ration পান। এবার সেই রেশনের তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু নতুন দ্রব্য। রাজস্থান সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণা ফুড প্যাকেজ। ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট খাবারের প্যাকেট বিতরণ করেছিলেন সাধারণ মানুষের মধ্যে।

এদিন তিনি অন্নপূর্ণা ফুড প্যাকেজ প্রকল্প সম্পর্কে সকলকে জানান‌। সামাজিক সুরক্ষার দিকে নজর রেখেই এই স্কিম চালু করা হয়েছে। প্রতি মাসে এই প্রকল্পের আওতায় ১ কোটির বেশি পরিবারকে খাদ্য সরবরাহ করা হবে। এই প্রকল্পের দৌলতে সম্পূর্ণ বিনামূল্য রেশন পাবে বহু পরিবার। এমনকি বেশ কিছু পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে রাজ্য সরকার।

এর আগে যারা Ration ব্যবস্থার আওতায় ছিলেন না, তাদেরকেও যুক্ত করা হয়েছে এই স্কিমে। অন্নপূর্ণা ফুড প্যাকেজ প্রকল্পে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ১ কেজি ছোলার ডাল, ১ লিটার সয়াবিন পরিশোধিত ভোজ্য তেল, ৫০ গ্রাম হলুদ গুঁড়ো, ১০০ গ্রাম লঙ্কার গুঁড়ো, ১০০ গ্রাম ধনে গুঁড়ো, ১ কেজি চিনি, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ। এছাড়াও খুশির খবর রয়েছে রেশন ডিলারদের জন্য। এতদিন পর্যন্ত রাজস্থানে রেশন ডিলাররা প্রতি প্যাকেটে ৪ টাকা করে কমিশন পেতেন। এবার থেকে তা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা পাবেন প্রতি প্যাকেট কিছু ১০ টাকা করে কমিশন।

Primary TET মামলায় দুর্নীতির শিকড় ধরতে বাতিল শিক্ষকদের গোপন জবানবন্দী। 32000 শিক্ষকের ডাক পড়বে? প্রস্তুতি শুরু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button