Ration Card – এই কাজটি না করলে পুজোতে পাবেন না কোনো অতিরিক্ত রেশন, এমনকি বাতিলও হতে পারে রেশন কার্ড।

Ration Card – রেশন কার্ড নিয়ে সতর্কবার্তা দিলো কেন্দ্র, আপনার রেশন কার্ড বাতিল করা হবে যদি এই নিয়ম না মানেন ।

কেন্দ্র থেকে রেশনিং প্রকল্প করেছেন। এই রেশনিং (Ration Card) ব্যাবস্থার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হন। রেশনের মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিনা মূল্যেও খাদ্য সামগ্রী পাওয়া যায়। করোনাকালীন সময় থেকে সবাইকেই বিনামূল্যে রেশন পরিষেবা দিয়ে আসছে কেন্দ্র। যদিও এই বছরের ডিসেম্বর অবধি সেটার সময় নির্ধারণ করা হয়েছে।

Advertisement

এই বিনা মূল্যে রেশন (Ration Card) পেয়ে অনেক দরিদ্র পরিবার দুবেলা দুমুঠো মুখে তুলতে পারে। তাদের খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়না। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যারা স্বল্প মূল্যে জিনিস পেয়ে থাকে তাদেরও অনেক উপকার হয়।তবে ক্যাটাগরি ভিত্তিক রেশন কার্ড অনেক রকম হয়। সব কার্ডে সবাই সমান দ্রব্য পায়না। বা সমপরিমাণ দ্রব্য পায়না।

Advertisement

রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকেরা পুজোর আগেই পেয়ে যাবেন একসাথে দুই মাসের বেতন, ঘোষনা রাজ্য সরকারের।

কিন্ত এই রেশন কার্ড (Ration Card) নিয়ে অনেকে সদ্ব্যবহার করছে না। যাদের বিনা মূল্যে রেশন পাওয়ার কথা না তারাও বিনামূল্যের রেশন কার্ড নিয়ে রেশন তুলছেন। এছাড়া কোনো পরিবারের কেউ মারা গেলে তার কার্ডটি দিয়েও অনেকে রেশন তুলছেন। কিন্ত এগুলো অপরাধ মূলক কাজ। সরকারের কাছে এমন কিছু খবর গেছে যাতে সরকার এমন কোনো স্টেপ নিতে বাধ্য হয়েছেন। তাই নজরদারি চালানো হচ্ছে কাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিনামূল্যের রেশন কার্ড রেখেছেন। কিংবা মৃত ব্যক্তির রেশন কার্ড এখনো চালাচ্ছেন।

সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের বিনামূল্যে রেশন পাওয়ার কথা না তাদের সেই রেশন কার্ড জমা করতে হবে এছাড়া যেই পরিবারের কোনো মৃত ব্যক্তির রেশন কার্ডও জমা করতে হবে। নইলে অনেক সমস্যা হবে। এছাড়া সরকার তরফে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে বলে নির্দেশ দিয়েছেন।

যদি কোনো ব্যক্তির ফ্ল্যাট, বড়ো বাড়ি থাকে তাহলে তারা বিনা মূল্যের রেশন (Ration Card) নিতে পারবেন না। কোনো ব্যক্তির বাড়িতে গাড়ি, ট্রাকটর, হুইল কার্ট গাড়ি, অস্ত্র লাইসেন্স আছে তারাও এই রেশন নিতে পারবেন না। যদি কোনোভাবে সরকারের কাছে খবর যায় সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এই বিষয়ে প্রত্যেক রেশন দোকানে সেই এলাকার মানুষদের ওপর নজরদারি রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে বড়োসড়ো উদ্যোগ নিতে চলেছেন।
Written by Shampa Debnath

কোলকাতা ফটাফট জেতার গোপন উপায়। এইভাবে অনলাইন লটারি খেললেই জেতা নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button