আমাদের দেশে বর্তমানে সকল আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। টাকা তোলা থেকে জমা করা এই জন্য আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন পরে থাকে। এই জন্য Reserve Bank Of India র পক্ষ থেকে গ্রাহকদের কথা মাথায় রেখে দেশব্যাপী ছুটির দিন ঘোষণা করা হয়ে থাকে। RBI এর তরফে জানুয়ারী মাসে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
দেখে নিন কবে কবে ব্যাংক বন্ধ থাকছে।
সেখানে দেশজুড়ে ১৪ দিন ছুটির কথা বলা হয়েছে। বেশিরভাগ ছুটি রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের জন্য হতে চলেছে। রিজার্ভ ব্যাংকের এই ছুটির তালিকা মেনে দেশের সকল সরকারী, বেসরকারী, কো – অপারেটিভ, সমবায় সমিতির পরিচালিত সকল ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ থাকে। আগের থেকে জানা থাকলে সেই অনুসারে পরিকল্পনা করে সকল গ্রাহকেরা তাদের কাজ করে রাখতে পারবেন।
2023 সালে Fixed Deposit এর সুদের হার ৮% বৃদ্ধি করল এই কেন্দ্রীয় সরকারী ব্যাংক।
RBI তরফে উল্লেখিত ছুটির তালিকা অনুসারে জানুয়ারী মাসে কতদিন বন্ধ থাকবে দেখে নিন তার তালিকা।
১ লা জানুয়ারী – বছরের প্রথমদিন হিসাবে ছুটি থাকবে।
২ রা জানুয়ারী – মিজোরামের রাজধানী আইজলে নতুন বছর উদযাপনের জন্য ছুটি থাকবে।
৩ ও ৪ ঠা জানুয়ারী – মণিপুরের রাজধানী ইম্ফলে ছুটি থাকবে।
১৪ ই জানুয়ারী – দ্বিতীয় শনিবার এর জন্য ছুটি থাকবে।
১৫ ই জানুয়ারী – রবিবারের জন্য ছুটি থাকবে।
১৬ ও ১৭ ই জানুয়ারী – চেন্নাইতে ছুটি থাকবে।
২২ শে জানুয়ারী – রবিবার ছুটি।
২৩ শে জানুয়ারী – পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন উপলক্ষ্যে ছুটি থাকবে।
২৬ শে জানুয়ারী – ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে।
২৮ শে জানুয়ারী – চতুর্থ শনিবারের জন্য ছুটি।
২৯ শে জানুয়ারী – রবিবার বন্ধ।
RBI এর তরফে এই তালিকা হিসাবে পশ্চিমবঙ্গে ১, ১৪, ১৫, ২২, ২৩, ২৬, ২৮, ২৯ এই আট দিন রাজ্যে ছুটি থাকতে চলেছে। আর বি আই এর তরফে আরও বলা হয়েছে ব্যাংক বন্ধ থাকলেও ATM ও ইন্টারনেট বাঙ্কিং চালু থাকবে তাই গ্রাহকদের ক্যাশ বা ডিজিটাল লেন দেন এর সময় কোন প্রকারের সমস্যা হবে না।
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ, বেতন কত? জেনে নিন।
তবে আমাদের বিভিন্ন কাজে এই নিয়ে আমরা ব্যাংকের দারস্থ হয়ে থাকি। সেখানে এত গুলো দিন ছুটি থাকায় গ্রাহকদের বেশ সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এই বিষয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।