RBI এর নির্দেশে ভারতে চালু হচ্ছে নতুন ব্যাংক। গ্রাহকদের লাভ হবে? রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে নিন

RBI এর নির্দেশে ভারতে চালু হচ্ছে নতুন ব্যাংক (RBI)। গ্রাহকদের লাভ হবে? রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে নিন। ভারতের দেশ জুড়ে ব্যাংকিং পরিষেবায় আসতে চলেছে অনেক পরিবর্তন। সম্প্রতি সারা দেশে ব্যাংকের সংখ্যা বাড়ানোর জন্য আরও কিছু নতুন ব্যাংক আনার পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)।

Advertisement

দেশের প্রতিটা ব্যাংকের কার্যকলাপ পরিচালিত করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার রিজার্ভ ব্যাংক একটি অভিনব কর্মসূচি উদ্যোগ নিয়েছেন। সেটা হলো দেশের যে সমস্ত ছোট খাটো ব্যাংক রয়েছে তাদের নতুনীকরণ করার কথা চিন্তা করেছে আর বি আই। এইজন্য দেশের সমস্ত স্মল ফিনান্স ব্যাংক গুলিকে রেগুলার ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছে আরবিআই। যার জন্য, ইতিমোধ্যেই গত সপ্তাহের শুক্রবার এই বিষয়ে আবেদনও পাঠিয়েছে আরবিআই (New Bank)।

Advertisement

New Banks are announced by RBI

তবে সব ব্যাংক এই আবেদন করতে পারবে না। কোন কোন ব্যাংক রেগুলার ব্যাংক হওয়ার জন্য আবেদন করতে পারবেন ?

আরবিআই সূত্র বলেছে, সবকিছু ঠিক থাকলে অর্থাৎ কোন সমস্যা না থাকলে সমস্ত স্মল ফিনান্স ব্যাংকগুলিকেই রেগুলার ব্যাংকের মর্যাদা দেওয়া হবে। দেশটিতে এমনই বেশ কয়েকটি স্মল ফিনান্স ব্যাংকগুলির তালিকায় রয়েছে AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank ইত্যাদি (RBI)।

তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে স্মল ফিনান্স ব্যাংকগুলোকে। প্রসঙ্গত ২০১৪ সালের রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে স্মল ফিনান্স ব্যাংককে কাজ শুরু করার প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল।

শর্তগুলো হলো

এই ব্যাংকগুলির বাজারমূল্য হতে হবে ১ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, এই হিসেব ধরা হবে শেষ ত্রৈমাসিকের পরিসংখ্যান ধরে।

তাছাড়া সেই ব্যাঙ্কের শেয়ারও ভারতের বাজারে তালিকাভুক্ত হতে হবে। শুধু তাই নয়, আগের দুই বছর ওই সমস্ত ব্যাঙ্কগুলিকে ভালো টাকা মুনাফা লাভ করতে হবে।

আরও পড়ুন: Mobile Recharge – মাত্র 197 টাকার রিচার্জে পেয়ে যান 70 দিনের ভ্যালিডিটি, 2 জিবি ডেটাসহ আরও অনেক কিছু।

এক্ষেত্রে গ্রস এনপিএ হতে হবে ৩ শতাংশের কম, এছাড়া নেট এনপিএ গত ২ অর্থবর্ষে ১ শতাংশের কম হতে হবে। শুধু তাই নয় ৫ বছরে একটা ভাল মানের ট্র্যাক রেকর্ড থাকতে হবে।

From When New Banks Are started Funtion Properly?

প্রসঙ্গত, ২০১৯ সালে একটি নির্দেশে, রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল যে ছোট আর্থিক ব্যাঙ্কগুলির প্রতিষ্ঠাতাকে পাবলিক ব্যাঙ্ক হওয়ার পরেও প্রতিষ্ঠাতা থাকতে হবে। অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠাতা বা সিইও পরিবর্তনের অনুমতি দেয় না। অতএব, আরবিআই বলেছে যে এই সমস্ত কারণগুলি পর্যবেক্ষণ করার পরেই, স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে রেগুলার ব্যাঙ্কের মর্যাদা দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, 2015 সালের আগে বন্ধন ব্যাংক ও IDFC first ব্যাংক ও ছোট ব্যাংক হিসেবে পরিগণিত হতো। কিন্ত 2015 সালের পর এইদুটি ব্যাংক রেগুলার ব্যাংকে পরিণত হয়।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি ইভেন্টে NBFC ও SFB কে অনেক আগেই সতর্ক করেছিলেন। ছোট ব্যাংকগুলোর অসুরক্ষিত ঋণের বৃদ্ধি এতটাই বেড়ে গিয়েছিল যে RBI এই ধরনের ঋণের জন্য 16ই নভেম্বর কড়া নিয়ম তৈরি করেছিল। এরফলে ব্যাংকের মূলধন বাড়বে এবং ব্যক্তিগত লোন ও ব্যায় বহুল হবে। তবে এই ছোট ব্যাংকগুলো রেগুলার ব্যাংকে পরিণত হলে অনেকটাই উপকৃত হবে সাধারণ মানুষ।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button