RBI এর নির্দেশে লাইসেন্স বাতিল হল প্রথম সারির জনপ্রিয় এই ব্যাংকের, বন্ধ সবধরনের লেনদেন বিপাকে গ্রাহকরা।

RBI এর নিয়ম না মানায় 27 জুন থেকে বাতিল হয়েছে এই ব্যাংকের লাইসেন্স, কতটা বিপদে গ্রাহকেরা? জানতে ক্লিক করুন।

সঞ্চয়ের জন্য দেশের বেশিরভাগ মানুষই বেছে নেন ব্যাংক। কিন্তু টাকা সঞ্চয় করতে গিয়ে কোন সমস্যার মুখে পড়তে চলেছেন গ্রাহকেরা? দেশের সবথেকে বৃহত্তম ব্যাংক হল RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রাষ্ট্রের আর্থিক অবস্থার দিকে নজর রাখতে, পাশাপাশি ব্যাংকগুলি নির্দিষ্ট নিয়ম সঠিকভাবে পালন করছে কিনা, সেই দিকে খেয়াল রাখে RBI. সেই নির্দিষ্ট নিয়ম না মানার কারণেই ইতিমধ্যে অনেক ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাংক। এবার সেই তালিকায় যুক্ত হল আরো একটি ব্যাংকের নাম।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কর্ণাটকের সেই ব্যাংকের নাম হল মহালক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক। RBI এর তরফে গত 27 জুন থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে এটি কো-অপারেটিভ ব্যাংক নয়, এমন আর্থিক সংস্থা (NBFC) হিসেবে কাজ করতে পারবে।
দীর্ঘ 29 বছরের যাত্রা শেষ। কো-অপারেটিভ ব্যাংকটি 1994 সালের 23 মার্চ থেকে যাত্রা শুরু করেছিল। তবে নির্দিষ্ট নিয়মকানুন না মানার কারণে বাতিল হল লাইসেন্স।

প্যান ও আধার নিয়ে নয়া বিল পাশ করালো কেন্দ্র, এবার সবাই সাবধান হয়ে যান।

তবে এই ব্যাংকের গ্রাহকেরা কতটা বিপদে পড়তে চলেছেন?
গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে গ্রাহকেরা ঠিক সময়েই নিজেদের আমানত ফেরত পেয়ে যাবেন বলে সূত্রের খবর।

তবে চলতি বছরে বাংলার বেশ কয়েকটি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল অথবা জরিমানা করেছে RBI.
জরিমানার তালিকায় কোন কোন ব্যাংকের নাম রয়েছে?
পানিহাটি কো-অপারেটিভ ব্যাংক,
দ্য বহরমপুর কো-অপারেটিভ আর্বান ব্যাংক,
উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাংক।

কত টাকা জরিমানা করা হয়েছে?
RBI এর তরফে দ্য বহরমপুর কো-অপারেটিভ আর্বান ব্যাংককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাংক এবং পানিহাটি কো-অপারেটিভ ব্যাংককে 2.5 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

চলতি মাসে আরো 2 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেগুলি হল-
মহারাষ্ট্র এবং কর্ণাটকের দু’টি কো-অপারেটিভ ব্যাংক।
মহারাষ্ট্রের বুলধানায় স্থিত মালকাপুর আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, কর্ণাটকের বেঙ্গালুরুর সুশ্রুতি সৌহার্দ সহকার ব্যাংক নিয়মিত। আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত 5 জুলাই এই ব্যাংক দুটির লাইসেন্স বাতিলের পর কোনো ধরণের ব্যাংকিং সংক্রান্ত কাজ করতে করতে পারবে না।
ব্যাংকিং বা বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

বদলে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম, আধার বাধ্যতামূলক, আর কি কি পরিবর্তন হলো, জেনে নিন।

Leave a Comment