RBI এর নতুন নিয়ম, Savings Account এ কত টাকা পর্যন্ত জমা রাখতে পারেন।
বর্তমানে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছে। আর প্রত্যেক ব্যক্তি তার জমানো টাকা Savings Account সুরক্ষিত রাখার জন্য জমা করেন। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) নাম সবার আগে আসে। সেভিং একাউন্ট এর মাধ্যমে খুব সহজেই লেনদেন করা যায়।
বর্তমানে কিছু কিছু ব্যাঙ্ক সেভিং একাউন্টেও (Savings Account) খুব ভালো সুদ দেয় তাই বিনিয়োগ করা থেকে সঞ্চয় করার ক্ষেত্রেও সেভিংস অ্যাকাউন্ট খুবই কার্যকরী হয়ে উঠেছে। কিন্তু প্রত্যেক ব্যাংকে যেকোনো ধরনের একাউন্টে টাকা জমা করার একটি নির্দিষ্ট সীমা থাকে। ব্যাংকে ন্যুনতম সীমার উপরে টাকা রাখলে আপনার জমানো টাকা থেকে কিছু টাকা ব্যাঙ্ক কেটে নেয়। যার জন্য সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ে।
এই মাস থেকে ব্যাপক হারে কমতে চলেছে সর্ষের তেলের দাম। জানুন নতুন রেট।
সেভিংস একাউন্টের (Savings Account Limit) ক্ষেত্রেও টাকা জমা করার একটি সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা আছে। সেভিংস একাউন্টে (RBI) টাকা রাখার আগে সেভিংস একাউন্টে সর্বোচ্চ এবং সর্বনিম কত টাকা রাখা যায় সে সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা দরকার। অন্যথায় সেভিংস একাউন্ট এর সর্বোচ্চ টাকা রাখার সীমা অতিক্রম করলে আপনার সমস্যা দেখা দিতে পারে।
সেভিংস একাউন্টে কত টাকা পর্যন্ত জমা করা যায়ঃ
একজন গ্রাহক চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেট অ্যাকাউন্ট, বিনিয়োগ তহবিলের জন্য ‘কল ডিপোজিট’ অ্যাকাউন্ট এবং প্রিপেইড ডেবিট কার্ড অ্যাকাউন্টে সব মিলিয়ে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিন্তে জমা রাখতে পারেন। কিন্তু ব্যাংকে টাকা রাখার আগে সেই ব্যাংকে সেভিংস একাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখা যায় সে বিষয়ে ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে জেনে নেওয়া জরুরী।
পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প, মিসড কল দিলেই পাবেন 5000 টাকা। কোন নম্বরে কল করবেন?
নাম মানলে কি হবে?
রিজার্ভ ব্যাংকের এই নিয়ম না মানলে গ্রাহকের একাউন্ট ফ্রিজ পর্যন্ত হতে পারে, যদিনা তিনি তার আয়ের প্রমান বা টাকা কোথায় পেলেন সেই হিসাব দিতে না পারেন। অর্থাৎ আজকাল যে আর ইচ্ছেমতো ব্যাংকে টাকা গচ্ছিত রাখা যাবে না, সেই সময় খুব শীঘ্রই আসতে চলেছে। তাই সঠিক নিয়ম মেনে টাকা পয়সার লেনদেন করুন।