RBI এর বড় ঘোষণা, এবার থেকে ব্যাংকে টাকা না থাকলেও UPI এর মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। জানুন কীভাবে?
RBI – কীভাবে পাবেন এই লেনদেনের সুবিধা, জানুন বিস্তারিত।
এবার ব্যাংক (RBI) একাউন্টে টাকা না থাকলেও আর্থিক লেনদেন করা যাবে! ইউপিআই এর মাধ্যমে এবার থেকে টাকা ছাড়াও আর্থিক লেনদেন সম্ভব! এই ধরনের খবর এবার সামনে উঠে আসছে। আজকে আমরা এই খবরেরই সত্যতা যাচাই করব। বিগত বেশ কয়েক বছর ধরে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই সিস্টেমের ব্যবহার ভারতে চলে আসছে। এর মাধ্যমে আর্থিক লেনদেন সহজতর হয়ে উঠেছে। ইউপিআই এর মাধ্যমে যেভাবে আর্থিক লেনদেন হয় তাতে সামগ্রিক বিষয়টি আগের তুলনায় সাধারণ মানুষের কাছে অনেকটাই সহজ হয়ে গেছে।
এখন ক্যাশ পেমেন্ট করার থেকে মানুষ ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন। তবে পেমেন্ট যেভাবেই হোক একাউন্টে টাকা থাকা প্রয়োজন। কিন্তু এবার থেকে একাউন্টে টাকা না থাকলেও আর্থিক লেনদেন আটকাবে না। সূত্র মারফত জানা যাচ্ছে একজন মার্চেন্ট কে অর্থ প্রদান করতে গেলে আপনার একাউন্টে টাকা না থাকলেও আপনি আর্থিক লেনদেন করতে পারবেন।
ব্যাপারটি অবাক করা হলেও সত্যি। জানা যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ইউপিআই ইন্টারফেস সিস্টেমের আওতায় আসা ব্যাংক গুলির জন্য এই বিশেষ লেনদেনের ব্যবস্থা করেছেন। তার জন্য প্রি অ্যাপ্রুভড ক্রেডিট লাইন অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুমোদন দিয়ে দিয়েছে। এখন ইউপিআই লেনদেনের জন্য ব্যাংক থেকে জারি করা প্রি অ্যাপ্রুভড লোন সার্ভিস যুক্ত করা হলেই প্রক্রিয়াটি সমাপ্ত হবেন। এর ফলে গ্রাহকের একাউন্টে টাকা না থাকলেও আর্থিক লেনদেনে কোন সমস্যা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য ক্রেডিট লাইন হল এক ধরনের লোনের সুবিধা। এর মাধ্যমে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের প্রি অ্যাপ্রুভড করবে।
আসলে ব্যাংকগুলিতে (RBI) আপনারা একটি নির্দিষ্ট পরিমাণ লোন প্রি অ্যাপ্রুভড করাতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে এই প্রি অ্যাপ্রুভড লোন থেকে প্রয়োজন মতো টাকা ব্যয় করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে ব্যাংক আপনার থেকে সুদ নেবে। এই প্রি অ্যাপ্রুভড লোনের পরিমাণ নির্ধারণ করতে আপনার ক্রেডিট হিস্ট্রি থেকে শুরু করে প্রোফাইল সবটাই খুঁটিয়ে দেখবে ব্যাংক। সন্তুষ্ট হলে তবেই লোন পাবেন আপনি। তবে এই লোনের সীমা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।
ক্রেডিট লাইন সুবিধা পাওয়ার পদ্ধতি :-
এই বিশেষ সুবিধা নিতে গেলে আপনাকে ব্যাংকে আবেদন করতে হবে। তারপর ব্যাংক সবকিছু খতিয়ে দেখে আপনার একাউন্টের সাথে এই অতিরিক্ত সুবিধা টি যুক্ত করে দেবে। তবে এই মুহূর্তে ব্যাংকগুলি এমন কোন সুবিধা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনুমোদন দেওয়ার পরেই সরকারি ও বেসরকারি ব্যাংক গুলি এই কাজ শুরু করতে পারবে।
প্রসঙ্গত উল্লেখ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চিপ এক্সিকিউটিভ অফিসার দিলীপ অসবে জানিয়েছেন ১০০ বিলিয়নের বেশি লেনদেন ইউপিআই এর মাধ্যমে পরিচালনা করার সম্ভাবনা আছে। ইউপিআই এর মাধ্যমে প্রতি মাসে আগের তুলনায় দশ গুনের বেশি লেনদেন হয়। ২০১৬ সাল থেকে এই ইউপিআই (RBI) সিস্টেম চালু হয়েছিল। সেই সময় থেকে চলতি বছরের আগস্ট মাসে এর মাধ্যমে ১০ বিলিয়নের বেশি আর্থিক লেনদেন হয়েছে। গ্লোবাল ফিনটেক ইভেন্টে ভাষণ দিয়েছিলেন দিলীপ অসবে। বর্তমানে ভারতের ৩৫ কোটি মানুষ ইউপিআই ব্যবহার করে আর্থিক লেনদেন করছেন। আগামী দিনে এই সংখ্যাটির তিনগুণ বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে।
আধার কার্ড অতীত, পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকদের করতে হবে এই কার্ড, নইলে পরিষেবা পাবেন না।