কাতারের বিশ্বকাপে রোনাল্ডো ম্যাজিক? নতুন চমক আসছে।

পাঁচ বারের ব্যলন ডি’অর জিতেছেন। কাতারের বিশ্বকাপের আগে সেই রোনাল্ডোই এখন আর পুরনো ছন্দে নেই। সে যে নিজের একার বলে খেলার মোড় বদলে দিতে পারেন, সেটাই প্রমান করার জন্য কাতারের বিশ্বকাপে নামছেন তিনি। এই যুগের অন্যতম ফুটবল খেলোয়াড় রোনাল্ডো। এই নিয়ে কারও কোন সন্ধেহ নেই। ম্যান ইউ তে ফিরে গিয়েও নিজের পুরনো খেলায় ফিরতে পারেননি তিনি।

শেষ কাতারের বিশ্বকাপ নিজেকে উজার করে দিরে চান রোনাল্ডো!

সম্ভবত এটাই রোনাল্ডোর জীবনের শেষ বিশ্ব কাপ। তাই জীবনের শেষ কাতারের বিশ্বকাপ নিজেকে উজার করে দিতে মরিয়া রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো সর্বচ্চ গোলদাতা। ১৯৫ ম্যাচ খেলে ১১৭ টা গোল করেছেন রোনাল্ডো। এছাড়াও ক্লাব ফুটবলের জগতেও নিজেকে মেলে ধরেছেন রোনাল্ডো, যেখানে তিনি ৮১৮ টি গোল করেছেন।

চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সেরা গোল দাতা রোনাল্ডো। ইউরোপ ক্লাব ফুটবলে ১৪০ তা গোল করেছেন তিনি। সেই রোনাল্ডো এইবারে ম্যান ইউ এর হয়ে নিয়মিত দলে সুযোগ পাচ্ছেনা। জুভেন্তুস থেকে আসার পর গত মরসুমে তিনিই সর্বচ্চ গোল দাতা। ২০২৩ সাল পর্যন্ত রোনাল্ডো এর সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবের।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক দেশ এক বেতন ঘোষণা।

এই পরিস্থিতিতেই পোর্তুগাল এর হয়ে কাতারের বিশ্বকাপ নামছেন রোনাল্ডো। যেখানে রোনাল্ডো ছাড়া বেশিরভাগই তরুন। সেখানে এবার রোনাল্ডো নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারে সেটাই জল্পনার।
কিছু দিন আগে একটি সাক্ষৎকারে রোনাল্ডো বলেছিলেন তিনি শুধু বিশ্বকাপই না ইউরোকাপও খেলতে চান তিনি। ইউরোকাপ খেলা হবে কি হবে না , সেটা নির্ভর করছে কাতার বিশ্বকাপে রোনাল্ডোর খেলার ওপর।

Leave a Comment