Salary Hike – সারা ভারতের লাখ লাখ রেলকর্মীর বেতন বাড়লো, এবার সবাই Promotion পাবে।

গত মাসে দুর্গাপুজো বাঙালি সবথেকে বড় উৎসব গেলো। শুধু দুর্গাপুজোয় নয় পরপর যথেষ্ট বড় বড় পূজো গুলি কাটলো। ফলে হাত ফাঁকা সাধারণ মানুষের। তবে এরই মধ্যে রেল কর্মীদের জন্য খুশির খবর দিল রেল কর্তৃপক্ষ। বেশ মোটা অংকের Salary Hike বা বেতন বাড়তে চলেছে রেল কর্মীদের। রেলের প্রায় ৮০ হাজার কর্মীর বেতন বাড়তে চলেছে।

Salary Hike – রেল কর্মীদের জন্য সুখবর, কাদের নাম আছে তালিকায় দেখে নিন।

তার সাথেই জারি হবে কিছু নতুন নিয়ম। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার দিন জানিয়েছে সুপারভাইজার পদে কিছু কর্মীর বেতনের মধ্যে বেশ উপর নিচ হচ্ছে তাই বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বেশ কিছু বছর ধরে নিজেদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির দাবি করে আসছে কিন্তু সেই দাবি একমাত্র সফল হতে পারে পরীক্ষা হলে।

লোন নেবেন? পার্সোনাল লোনে সবচেয়ে কম সুদ লাগবে এই ব্যাংকগুলিতে।

কোন পরীক্ষা ছাড়াই বা কাজের দক্ষতা ছাড়া এমনি এমনি কোন কর্মী পদোন্নতি পাবেন না। সুপারভাইজার পদে প্রায় কর্মী রয়েছে চল্লিশ হাজার শুধু তাই নয় টিকিট পরীক্ষক স্টেশন মাস্টার এনারা পড়েন Group 7 এর মধ্যে তাদেরও বেতন বাড়তে পারে। যদি বেতন বৃদ্ধি পায় তবে তারা আড়াই হাজার থেকে চার হাজার টাকা করে প্রতি মাসে বেশি বেতন পাবেন।

এই পরিমাণ অর্থ নেহাতই কম নয়। রেল পক্ষ থেকে আরও জানানো হয় এই ধরনের কর্মীরা অর্থাৎ যারা নিজেদের পদোন্নতি, Salary Hike করতে চান তাদেরকে পরীক্ষা এবং তাদের নিজেদের যোগ্যতা দ্বারা অনায়াসে নিজেদের পদোন্নতি ঘটাতে পারবেন। এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment