এবার গাছপালা থেকেই তৈরী হবে স্মার্টফোন! বিকল্প পদ্ধতি খুঁজে পেল বিজ্ঞানীরা।
সময়ের সাথে বিজ্ঞানীদের নয়া প্রযুক্তি আবিষ্কারের ফলে অনেক নতুন কিছু সৃষ্টি আমাদের সামনে আসে। তারমধ্যে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস হলো স্মার্টফোন বা হ্যান্ড ফোন। হ্যান্ডসেটের ফিচার, ডিজাইন প্রভৃতিতে যেমন দিনদিন পরিবর্তন আসছে তেমনি সামনে আমরা আরেকটি বড়ো পরিবর্তন দেখতে পাবো। সেটা হলো স্মার্ট ফোনের স্ক্রিনে কাচের পরিবর্তে কাঠের ব্যাবহার যেটা আগামীতে সাড়া ফেলবে। তাই ইতিমধ্যে বিজ্ঞানীদের আরেকটি নতুন অভিনব আবিষ্কার হতে চলেছে এই স্মার্ট ফোনের স্ক্রিন গঠনে গাছের কাঠ ব্যাবহার।
অবশেষে তৈরী হলো স্মার্টফোনের বিকল্প পদ্ধতি
এতদিন স্মার্টফোনের স্ক্রিন তৈরিতে ব্যবহৃত হতো কাঁচ। শুনলে অবাক হচ্ছেন তবেই এটাই সত্যি হতে চলছে, কাঁচ এর বিকল্প কাঠ ব্যবহারকেই সঠিক বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে এই নিয়ে গবেষণা চলছে। খুব তাড়াতাড়ি এই গবেষণায় ফসল আমরা পেতে চলেছি হাতে। বর্তমানে বিজ্ঞানীরা একটি প্রযুক্তির মাধ্যমে কাঁচ ও প্লেক্সিগ্লাসের পরিবর্তে স্বচ্ছ কাঠ ব্যাবহার করছেন।
কাঠ ব্যাবহার করার কারণ কাচের থেকে কাঠ তুলনামূলক ভাবে শক্ত বেশি। জানা যাচ্ছে স্বচ্ছ কাঠ সাধারণ কাঁচের চেয়ে ১০ গুণ শক্তিশালী এবং প্লেক্সিগ্লাসের চেয়ে ৩ গুণ বেশি মজবুত। কাঁচ দিয়ে নির্মিত হলে একটা অসুবিধা হয় যে হাত থেকে পড়ে গেলে স্ক্রিনটি ফেটে যায়। কিংবা স্ক্র্যাচ পরে যায়। তাতে ফোনটি নষ্ট হয়ে যায়। তাই এই নয়া প্রযুক্তি স্মার্টফোনের ডিসপ্লে সহ ইলেকট্রনিক গ্যাজেটের স্ক্রিনের জন্য একটি ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে।
বিয়ের মরশুমে সোনার দামের পতন! রাজ্যে 10 গ্রাম সোনার দাম কত কমলো?
গাছের কাঠকে স্বচ্ছ কাচের ন্যায় করে তোলার জন্য কাঠ তৈরির প্রক্রিয়ায় কাঠ থেকে লিগনিন পরিবর্তিত করা হয় অথবা অপসারণ করা হয়। লিগনিন হল একটি আঠালো পদার্থ যা সমগ্র গাছের জল এবং পুষ্টি পরিবহনকারী কোষগুলিকে ধরে রাখে এবং এটিই মূলত গাছের কান্ডের বাদামী রঙ তৈরির কারণ। আর এই আঠালো লিগনিন কে অপসারণ করে বা পরিবর্তিত করে সেটাকে কাচের মতন স্বচ্ছ করতে ইপোক্সি রেজিন দেওয়া হয়।
বার্গলান্ড এবং ইউএম টিমের প্রধান বিজ্ঞানী লিয়াংবিং হু এর মতে, স্বচ্ছ কাঠের মাল্টিমিটার পুরু শীট ৯০% পর্যন্ত আলো প্রেরণ করে। কাঠের পুরুত্ব এক সেন্টিমিটার পর্যন্ত বাড়লে এই উচ্চ ট্রান্সমিশনের হার কমে যায়। বিজ্ঞানীরা তাই এই কাঠকেই স্থায়ীত্ব দেবার জন্য আরও উন্নততর পরীক্ষা ও প্রযুক্তি চালিয়ে যাচ্ছেন। তবে, স্বচ্ছ কাঠ কতটা পরিবেশের সাথে মানাতে পারবে সেটাই দেখার বিষয়।
আর জড়ানো, অস্পষ্ট নয়! এবার স্পষ্ট ভাবে লিখতে হবে প্রেসক্রিপশন। নির্দেশ
কারণ পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত প্লাস্টিক প্রোডাক্ট ইপোক্সি রেজিন থেকে উৎপাদিত হয়। তবে, গবেষকরা আশা রাখছেন এই অসম্ভবকে একদিন সম্ভব করবেন। তখন স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসে স্বচ্ছ কাঠ দিয়ে তৈরি স্ক্রিন দেখা যাবে। এছাড়া কাঠ ব্যাবহারের ফলে হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না স্ক্রিন। এখন অপেক্ষা করার কবে হাতের মুঠোয় সেই ফোন পাওয়া যাবে।
Written by Shampa Debnath.