দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর সমস্ত অ্যাকাউন্ট গ্রাহকদের SBI Auto Sweep Facility ব্যবহার করার জন্য, বিরাট ঘোষণা করলো ব্যাংক কতৃপক্ষ। গ্রাহকদের জন্য স্টেট ব্যাংক একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। যার দ্বারা উপকৃত হতে চলেছেন দেশের কোটি কোটি মানুষ। ভারতীয় স্টেট ব্যাংকের (State Bank of India) নতুন সিদ্ধান্তটি কী? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
SBI Auto Sweep Facility and MOD Scheme
ভারতবর্ষের কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এই ব্যাংকের তরফে মাঝেমধ্যেই নানান নিয়ম কানুন জারি করা হয়। গ্রাহকদের সুবিধা দিতেও বিভিন্ন ঘোষণা করে এসবিআই। ইতিমধ্যে এসবিআই অটো সুইপ সার্ভিসের (SBI Auto Sweep Facility) ন্যূনতম সীমা বাড়িয়েছে। নতুন নিয়মে এখন সেই সীমা ৩৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে।
এই নিয়মে গ্রাহকদের কী সুবিধা হবে?
এসবিআই এর এই নয়া নিয়ম অনুসারে গ্রাহক বিশেষ সুবিধা পাবেন। একজন গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স যখন ৫০,০০০ টাকার উপরে চলে যাবে, তখন এটি অটোমেটিক রূপান্তরিত হবে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit). আর গ্রাহককে বেশি সুদ দেবে। অর্থাৎ সহজ কথায়, কোনো গ্রাহকের সেভিংস একাউন্টের ব্যালেন্স ৫০০০০ টাকার উপরে হলে সেভিংস এর সুদের বদলে তিনি ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাবেন। আর প্রয়োজন হলে টাকা তুলেও নিতে পারবেন।
এসবিআইয়ের এমওডি স্কিম কী?
SBI-এর এমওডি বা মাল্টি অপশন ডিপোজিট (SBI MOD Scheme) হলো একটি বিশেষ স্কিম। এতে ব্যাঙ্ক গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে থাকা অতিরিক্ত টাকা টার্ম ডিপোজিটে স্থানান্তর করে স্বয়ংক্রিয়ভাবে। আর এটি গ্রাহককে সেভিংস অ্যাকাউন্টের চাইতে বেশি সুদ দেয়। আবার যদি কোনো গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে টাকার ঘাটতি থাকে, তাহলে ব্যাঙ্ক এমওডি থেকে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেয়। আর একে বলে রিভার্স সুইপ। এই টাকা আংশিক বা সম্পূর্ণ সুইপ করাও যেতে পারে।
আরও পড়ুন: ATM Card ব্যবহার করতে হলে এই নিয়ম মানতে হবে। সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য জন্য জরুরী নির্দেশ।
সুদ এবং পরিশোধের শর্তাবলী কী কী?
একজন গ্রাহক মাল্টি অপশন ডিপোজিট স্কিমের মাধ্যমে সাধারণ সেভিংস একাউন্টেও আরও বেশি সুবিধা পাবেন। যেমন, সুদের হার সঞ্চয় অ্যাকাউন্টের তুলনায় বেশি থাকে। সুদ প্রদান করা হয় ত্রৈমাসিক ভিত্তিতে। আর সেটি চক্রবৃদ্ধি হারে করা হয়ে থাকে। আপনি যদি এমওডি ভেঙে ফেলেন, অর্থাৎ টাকা তুলে নেন, তাহলে আপনাকে সেই সময়ের জন্য সুদ প্রদান করা হবে। আর তার উপর একটি ছোট জরিমানা আরোপ করাও হতে পারে। এছাড়া বাকি আমানতের উপর স্বাভাবিকভাবেই সুদ প্রদান করা অব্যাহত থাকে।
আরও পড়ুন: ফের বাতিল হবে শিক্ষক নিয়োগের SSC পরীক্ষা? মামলা করার জন্য রেডি প্রার্থী থেকে আইনজীবী
উপসংহার
স্টেট ব্যাংক এমওডিতে প্রবীণ নাগরিকদের বেশি সুদ দিয়ে থাকে। তবে, ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা কোনও অতিরিক্ত সুদ পান না।এছাড়া, এমওডি এর মেয়াদ উত্তীর্ণ হলে সুদ-সহ সম্পূর্ণ অর্থ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত করা হয় আপনার সেভিংস অ্যাকাউন্টে।