SBI-এর নতুন স্কিম। দেখতে দেখতে টাকা হবে ডবল, জানুন কোন স্কিম এটি।

SBI-এর এই স্কিমে কীভাবে বিনিয়োগ করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।

ভবিষ্যৎ জীবনের জন্য টাকা সঞ্চয় করতেই হয়। যার যেমন আর্থিক (SBI) উপার্জন, তার উপর ভিত্তি করেই একটু একটু করে হলেও টাকা সঞ্চয় করে যেতে হয়। তবে সঞ্চয়ের আগে ব্যাংকের বিভিন্ন স্কিম (Bank Scheme) সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। তার কারণ, কষ্টের টাকা এমন একটি জায়গায় সঞ্চয় করবেন, যাতে সেখান থেকে নির্দিষ্ট মেয়াদের পরে মোটা অংকের টাকা রিটার্ন পাওয়া যায়। সাধারণত নিরাপদ, নিশ্চিন্ত এবং ঝুঁকিহীন সঞ্চয়ের কথা বলতে গেলে প্রথমেই আসে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) প্রসঙ্গ। তার কারণ, ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা সঞ্চয় করা যায়।

পাশাপাশি, মেয়াদ পূর্তিতে ভালো পরিমাণে রিটার্ন (High Return on FD) পাওয়া যায়। তবে ইদানিং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকগুলো এফডিতে বেশি পরিমাণে রিটার্ন প্রদান করছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক সেক্টর ব্যাংক এর মধ্যে এসবিআই এর মত ব্যাংক FDতে অনেকটাই বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে। ফলে সরকারি ব্যাংকগুলিও গ্রাহককে বেশি পরিমাণে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই।

শুধুমাত্র যোগ্য কৃষকরা পাবে দ্বিতীয় কিস্তির টাকা, বড় ঘোষণা সরকারের। অনেকেই এবার টাকা পাবেন না।

SBI- এর এই FD স্কিমে সঞ্চিত টাকা দ্বিগুণ হয়ে যাবে। একটা নির্দিষ্ট মেয়াদে যদি এই এফডি স্কিমে টাকা সঞ্চয় করা যায়, তাহলে ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই স্কিমটি মূলত সিনিয়র সিটিজেনদের (Senior Citizen) জন্যই SBI নিয়ে এসেছে। এই স্কিমটির নাম উই কেয়ার এফডি স্কিম (We Care FD Scheme)

SBI We Care FD-তে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হয়। সিনিয়র সিটিজেনদের জন্য এই অতিরিক্ত সুদ প্রদান করা হয়। ৫ থেকে ১০ বছরের মেয়াদী FDতে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে SBI ৫ থেকে ১০ বছরের মেয়াদের মধ্যে We Care FD তে টাকা বিনিয়োগ করলে সঞ্চিত অর্থ ডবল হয়ে যাবে। মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে সুদ নেওয়া যেতে পারে তবে এই এফ ডি স্কিমে টিডিএস কেটে নেওয়া হয়।

এস বি আই এর আরো একটি এফ ডি স্কিম রয়েছে, যার নাম অমৃত কলস স্পেশাল এফডি স্কিম (Amrit Kalash Special FD Scheme) এছাড়াও এসবিআই এর সাধারণ এফডি স্কিমে ৬.৫০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। ৫ থেকে ১০ বছরের মেয়াদে এই স্কিমে টাকা রাখলে ডবল হয়ে যাবে। ৫ লাখ টাকা যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে ১০ বছরের মেয়াদ পূর্তিতে ১০ লাখ টাকার বেশি অংকের টাকা হাতে পেয়ে যাবেন। ফলে এসবিআই এর যেকোনো ধরনের FDতে বর্তমানে অনেকটাই বেশি রিটার্ন প্রদান করা হচ্ছে। SBI YONO App বা স্থানীয় ব্রাঞ্চে গিয়ে এই এফডি স্কিম সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট।

Leave a Comment