Student Loan – পড়াশোনার জন্য লোন দরকার? কোন ব্যাংকে কিভাবে আবেদন করবেন, জেনে নিন।

ব্যাংক গ্রাহকদের জন্য অনেক রকম সুবিধা নিয়ে আসে। তার মধ্যে একটি হলো স্টুডেন্ট লোন বা Student Loan এর ব্যবস্থা করা। বিভিন্ন ব্যক্তি ব্যক্তিগত প্রয়োজনে লোন নিয়ে থাকে ব্যাংক থেকে। এর মধ্যে অনেক ব্যক্তি তাদের সন্তানের পড়াশোনার জন্য লোন নিয়ে থাকে কারণ বর্তমানে অনেক ব্যাংকেই পড়াশোনার জন্য খুবই অল্প সুদে লোনের ব্যবস্থা করেছে। অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ততটা উন্নত নয়, তাই উচ্চশিক্ষা আর্থিক পরিস্থিতির কাছে বাধা হয়ে দাঁড়ায় সেই সমস্ত দিক বিচার করে যাতে স্টুডেন্টদের সমস্যা না হয়।

Advertisement

Almost All Bank Offer Student Loan

বিভিন্ন ব্যাংক খুবই অল্প সুদে পড়াশোনার জন্য লোনের বা Student Loan ব্যবস্থা করেছে যাতে এই লোনের টাকা দিয়ে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে। মাধ্যমিক ছাত্রছাত্রীরা ইলেভেনে ভর্তি হওয়ার জন্য এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা কলেজ বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। কিন্তু বর্তমানে পড়াশোনার খরচ যে হারে বেড়েছে তাতে মধ্যবিত্ত পরিবারের পক্ষে খরচ চালানো বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তা বলে তো পড়াশোনা বন্ধ করে রাখা কী চলে?

Advertisement

প্রত্যন্ত গ্রামের দিকে দেখা যায় অনেক দুস্থ পরিবারের সন্তানেরা মাধ্যমিক দেওয়ার পরেই পড়াশুনা ছেড়ে দেয় অর্থনৈতিক অবস্থা উন্নত না হওয়ার জন্য। অনেক সময় সেই সমস্ত পরিবারের সন্তানদের চোখে হাজারো স্বপ্ন থাকলেও তা পূরণ করার সাধ্য থাকে না। তবে বর্তমানে বিভিন্ন ব্যাংক খুবই অল্প সুদে সহজ শর্তে লোন দিচ্ছে তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া আর অসুবিধা হবে না। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন।

তাহলে জেনে নেওয়া দরকার সর্বপ্রথম কোন ব্যাংকে সবচেয়ে কম সুদে পড়াশোনার জন্য লোন বা Student Loan দিচ্ছে এবং লোন নেওয়ার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে বা সহজ শর্তগুলো কী কী কিংবা আবেদন পদ্ধতি বা কী? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই আপনাদের অবগত করব। তার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সর্বোচ্চ বড় রাষ্ট্রিও ব্যাংক। এই ব্যাংক স্বল্প সুদের হারে এডুকেশন লোন প্রদান করছে, বর্তমানে এডুকেশন লোনের জন্য ৮.১৫ থেকে ১১.১৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

আইসিআইসিআই ব্যাংক এটিও বেসরকারি ব্যাংকের মধ্যে খুবই উল্লেখযোগ্য। বর্তমানে এই ব্যাংক দেশে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য লোন বা Student Loan প্রদান করে থাকে। এমনকি কানাডা কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য এই ব্যাঙ্ক বিশেষ লোন অফার করে। এই ব্যাংকের লোনের সুদের হার বার্ষিক ৯.৫০ শতাংশ। অনেক ছাত্র-ছাত্রী আছে মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর জেনারেল কোর্সে না গিয়ে পলিটেকনিক, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি , ভোকেশনাল , ম্যানেজমেন্ট বা অন্যান্য অনেক উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সেই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়।

সেই অর্থ আপনি লোন হিসাবে পেতে পারেন অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে কারণ বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্ক উচ্চ শিক্ষার জন্য লোন অফার করে থাকছে। এই ব্যাঙ্কে সুদের হার বার্ষিক 13.70 থেকে 15.20 শতাংশ। এই তিনটি ব্যাংক ছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র , ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক খুব সহজ শর্তে এডুকেশনাল লোন বা Student Loan দিচ্ছে।

ব্যাংক লোন নেওয়া নিয়ে সতর্ক করলো রিজার্ভ ব্যাংক। গ্রাহক ও ব্যাংক সবাইকে মানতে হবে

এডুকেশন লোন পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলি হল

১) যে কোনো ধরনের ফটো আই ডি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
২) পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
৩) বাসস্থানের প্রমাণ।
৪) ব্যাংক পাসবুক।
৫) আগের ক্লাসের পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট।
৬) নতুন কোর্সের এডমিশন টেস্টে পাসের মার্কশিট।
৭) ছাত্র বা ছাত্রীর নতুন প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হওয়ার রশিদ।

Bank Loan -ব্যাংক লোন

আবেদন পদ্ধতি

ব্যাংক থেকে এডুকেশনাল লোন বা Student Loan নেওয়ার জন্য আপনি অফলাইন বা অনলাইনে দুভাবে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হলে যে ব্যাংক থেকে লোন নেবেন সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এডুকেশনাল লোন সেকশনে প্রবেশ করে ফ্রম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। এছাড়া অফলাইনে এডুকেশনাল লোনের আবেদনের জন্য আপনার নিকটবর্তী ব্যাংকিং শাখায় গিয়ে ব্যাংক আধিকারিকের সাথে কথা বলে ফ্রম ফিলাপ করে ডকুমেন্ট জমা করতে হবে।

Bank Loan নিয়ে রিজার্ভ ব্যাংকের কড়া নিয়ম। গ্রাহকরা টাকা ফেরত পাবেন! সঠিক নিয়ম জেনে নিন।

আপনার ফ্রম ফিলাপ ও ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে কয়েক ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক একাউন্টে লোনের টাকা ট্রান্সফার হয়ে যাবে। তবে মনে রাখবেন লোন নেওয়া ঝক্কির ব্যাপার কারণ এটিকে সময় মতন পরিশোধ করতে হয় তাই আপনার আর্থিক অবস্থা বুঝে তবে লোন নেবেন। লোন নেওয়ার আগে ফ্রম টি ভালো করে পড়ে সমস্ত শর্তগুলো বুঝে নিয়ে নিজ দায়িত্বে সাইন করবেন (Student Loan).
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button