ফের SBI এর নতুন নিয়মে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বাড়তে চলেছে EMI রেট।
SBI বাড়াতে চলেছে EMI রেট।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI বরাবরই তার গ্রাহকদের জন্য নানাবিধ সুবিধা নিয়ে এসেছে। তবে বর্তমানে দেশের সবথেকে বড় ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য এনেছে এক দুঃসংবাদ। বর্তমানে নতুন ব্যাংকিং নিয়মের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়ে উঠবে অত্যাধিক ব্যয়বহুল। এই প্রতিবেদনে আমরা এই নয়া নিয়মের বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
দেশের সবথেকে বড় ব্যাংকিং সংস্থাটি SBI তার এক বছরের মেয়াদের ঋণের ক্ষেত্রে Marginal Cost Based Lending Rate বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নয়া নিয়ম কার্যকর হবে ১৫ই জানুয়ারি ২০২৩ থেকে। এই নিয়মের ফলে ব্যাংকের থেকে ঋণ নেওয়া বা লোন নেয়া ব্যয়বহুল হয়ে ওঠার ফলে সমস্যায় পড়েছে হাজার হাজার এসবিআই গ্রাহক।
মার্জিনাল কস্ট বেজড লেন্ডিং রেট বৃদ্ধি পাওয়ার কারণে প্রভাব পড়তে পারে ব্যক্তিগত ঋণসহ অটো এবং হোম লোন এর। ভারতীয় রিজার্ভ ব্যাংক বিগত বছরের ডিসেম্বর মাসে মুদ্রা নীতির পর্যালোচনায় রেপোরেট বৃদ্ধি করেছে আরো কিছু বেশি। বর্তমানে রেপোরেট ৬.২৫ শতাংশ।
ব্যাঙ্ক তার ১ বছরের MCLR ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
তবে, MCLR-এর এহেন বৃদ্ধি শুধুমাত্র এক বছরের মেয়াদের ঋণের জন্যই করা হয়েছে। এমতাবস্থায়,
১ বছরের MCLR বেড়ে ৮.৪০ শতাংশ হয়েছে।
পাশাপাশি, ওভারনাইট MCLR ৭.৮৫ শতাংশে,
৩-মাসের MCLR ৮ শতাংশে,
আলোড়ন ফেলে দিলো পোস্ট অফিসের এই স্কীম, রকেটের গতিতে টাকা ডবল।
৬-মাসের MCLR ৮.৩০ শতাংশে ,
২-বছরের MCLR ৮.৫০ শতাংশে
এবং ৩-বছরের MCLR ৮.৬০ শতাংশে রয়ে গেছে।
এই ধরণের আরও খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েব সাইটে।