Holiday List – পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলে একটানা ছুটি! বাচ্চা থেকে শিক্ষক সকলে খুশি।
এই রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়ারা বছরের অনেক সময়ই লম্বা ছুটি (Holiday List) পেয়ে থাকে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য পূজার ছুটি (Puja Holiday), গরমের ছুটি (Summer Vacation), এছাড়া এই বছর ডিসেম্বরের ফেষ্টিভ সিজেনের জন্য আগের বছর গুলো থেকে আরও কয়েক দিন বেশি ছুটি পাচ্ছে পড়ুয়ারা। অন্যান্যবার ২রা জানুয়ারি থেকে নতুন ভাবে পঠন পাঠন শুরু হয়। কিন্তু এবছর ২৫ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি অবধি স্কুল (Holiday List) বন্ধ থাকবে।
West Bengal Holiday List In 2024.
আর এই শুনে কচিকাচাদের মনে আনন্দের শেষ নেই। কারণ এই ডিসেম্বর জানুয়ারি হলো ফেস্টিভ সিজেন। শীতের আবহে মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে যাওয়া, পিকনিক পরিবারের সাথে হৈ হুল্লোড় করার সময়। তাই এই টানা ছুটিতে অনেকেই আছেন দূরে কোথাও ভ্রমণ সেরে ফেলতেই পারেন। যদিও কিছুদিন সেই পর্ষদ থেকে সারা বছরের ছুটির (Holiday List) ক্যালেন্ডার তৈরি করা হয়ে গিয়েছে তবুও অনেক সময় সরকারের পক্ষ থেকে কিছু ছুটি সংযুক্ত করা হয়।
তবে এবছর সারা বছরের ছুটির সংখ্যা অনেক কম আগের বছরের তুলনায়। সেই সাথে পূজার ছুটিও অনেকটাই কম হয়েছে। পর্ষদের ছুটির ক্যালেন্ডার (Holiday List) অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৪ সালের দুর্গাপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি থাকবে না। তার বদলে দূর্গাপূজা থেকে লক্ষী পূজা অবধি ছুটি থাকবে ১১ দিন। এরপরই আবার স্কুল খুলে যাবে। লক্ষীপূজার পড়ে কালীপূজার আগের অবধি স্কুল খোলা থাকবে।
আবার কালীপুজো ও ভাইফোঁটার ছুটি (Holiday List) থাকবে ৪ দিনের জন্য। এটা করা হয়েছে কারণ পূজার পরেই স্কুল খুললেই পরীক্ষা থাকে। আর পূজায় টানা ছুটি থাকলে পড়ুয়ারা পড়াশুনা করতে চায়না। ফলে পঠন পাঠনে অসুবিধা হয়। এছাড়া স্কুলেও সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হয় শিক্ষকদের। তাই পূজার মাঝে মধ্যে স্কুল খোলা থাকবে। তাই নতুন নিয়ম অনুযায়ী পূজার ছুটি ১১ দিন।
জানুয়ারি মাসে কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ? কারা কারা বেশি ছুটি পাবে?
আর দীপাবলির ছুটি ৪ দিন। পুজোর ছুটি চলবে ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। ১৮ অক্টোবরের পর আবার স্কুল খুলবে। এরই মাঝে বেশ কিছু দিন ক্লাস করে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর দীপাবলি ও ভাইফোঁটার ছুটি (Holiday List) পাবেন পড়ুয়ারা অর্থাৎ পড়ুয়াদের কথা চিন্তা করেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন পর্ষদ। তবে ডিসেম্বর থেকে জানুয়ারি এই ১২ দিনের ছুটিতে একবারে আনন্দ উপভোগ করার সময় পেয়ে যাচ্ছে পড়ুয়ারা। আর এই ছুটি শেষ হলেই নতুন বছরে নতুন বই নতুন পাঠ্যসূচি দিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে পড়ুয়ারা।
Written by Shampa Debnath.
কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF