School Holidays – রাজ্যের সকল স্কুলগুলিতে টানা 7 দিন ছুটি ঘোষণা। কবে থেকে শুরু ছুটি, জানতে হলে ক্লিক করুন।

School Holidays – কী কারণে এই ছুটির সিদ্ধান্ত নিলো রাজ্য প্রশাসন?

রাজ্যের স্কুলগুলিতে আবারও ছুটি (School Holidays) ঘোষণা। 1 বা 2 দিন নয় টানা 7 দিন মিলবে ছুটি। কিন্তু কোন কারণে 1 সপ্তাহ ছুটি থাকবে স্কুলগুলি। রাজ্যের কোন কোন জেলার পড়ুয়ারা পাবেন এই ছুটি? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে ছুটি? বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে ভুলবেন না। স্কুলে নানান সময়ে নানা কারণে ছুটি (School Holidays) প্রদান করা হয়ে থাকে। শিক্ষক এবং পড়ুয়াদের সুবিধার্থে ছুটির তালিকাও তৈরি করা হয়। তবে এই ছুটি পুজো উপলক্ষ্যে দেওয়া হচ্ছে। চলতি মাসে স্কুলগুলি টানা 7 দিন ছুটি থাকবে।

Advertisement

কী কারণে ছুটি দেওয়া হচ্ছে?
মঙ্গলবার জেলা প্রশাসনের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, কানওয়ার যাত্রা উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারী এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ (School Holidays) থাকবে। এটি হল আসলে ভগবান শিবের পুজো। তবে উত্তরপ্রদেশের স্কুলগুলি টানা 7 দিন ছুটি থাকবে এই উৎসব উপলক্ষ্যে। মঙ্গলবার থেকে উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় শুরু হয়েছে কানওয়ার যাত্রা। আগামী 15 আগস্ট শেষ হবে এই যাত্রা। পবিত্র উৎসবকে প্রাধান্য দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত সরকারের। এ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অরবিন্দ মাল্লাপ্পা বেঙ্গারি জানান, এই যাত্রা উপলক্ষ্যে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বা স্কুলগুলি আগামী 8 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

Advertisement

প্যান কার্ড চালু নাকি বন্ধ, চেক করুন ঘরে বসে, জেনে নিন পদ্ধতি।

যাত্রার সময় পরিস্থিতি সামাল দিতে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে?
১) মুজাফফরনগর জেলাটিকে মোট 16 টি জোন এবং 80 টি সেক্টরে ভাগ করা হয়েছে।
২) প্রতিটি জোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
৩) সংবাদ মাধ্যম সূত্রে খবর, এসএসপি সঞ্জীব সুমন জানিয়েছেন, যাত্রার সময় নিরাপত্তা বজায় রাখতে 3,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
৪) বেশ কিছু স্পর্শকাতর জায়গায় নজরদারির চালাতে 1 হাজার 379 টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোন রাখার ব্যবস্থা করা হয়েছে।

৫) এলাকার গঙ্গা খালের রাস্তায় ভারী যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।
৬) দিল্লি-দেরাদুন, ঋষিকেশ হাইওয়ের যানবাহনগুলিকে বিকল্প পথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
৭) আগামী 11 জুলাই থেকে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে যানবাহন বিকল্প পথে যাওয়ার ব্যবস্থা করা হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

দুর্দান্ত প্রকল্প মমতার সরকারের, পড়াশোনা, কর্মসংস্থান, চিকিৎসা, কি কি সুবিধা পাবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button