Smart Electricity Meter : কারেন্ট বিল কমাতে বাংলার ঘরে ঘরে বসতে চলেছে স্মার্ট ইলেকট্রিক মিটার?

Smart Electricity Meter : কী এই স্মার্ট ইলেকট্রিক মিটার? কারা কারা পাবেন এই মিটার? জানতে হলে পুরোটা পড়ুন।

রাজ্য থেকে শুরু করে দেশ ও দুনিয়ায় সকলে কাগজের ব্যবহার ছেড়ে ডিজিটাল (Smart Electricity Meter) যুগের দিকে এগচ্ছে। চিঠি ছেড়ে মেসেজ, ফাইল ছেড়ে PDF, বই ছেড়ে স্মার্ট বুক ইত্যাদি। এই পরিবর্তনের মধ্যে সকলে এগলেও বিদ্যুতের ক্ষেত্র এখনও অনেক পিছিয়ে আছে। কিন্তু এবার সেই মান্ধাতার আমলের সিস্টেমের পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। পুরনো ইলেকট্রিক মিটার পাল্টে স্মার্ট মিটার বসানো হবে।

বর্তমানে প্রত্যেক বাড়ি গিয়ে বিদ্যুতের মিটার দেখা আর তার পর কত টাকা জমা করতে হবে তার রশিদ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছান। এই ছিল নিয়ম, কিন্তু এখন থেকে আর এই নিয়ম চলবে না বলে জানিয়ে দিলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী বিধানসভায় এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় জানান। প্রাথমিক ধাপে রাজ্যের ৩৮ লক্ষ বাড়িতে সরকারের পক্ষ থেকে স্মার্ট মিটার (Smart Electricity Meter) বসানো হবে। এর ফলে ইলেকট্রিক অফিস থেকে বসেই জানা যাবে কোন বাড়িতে কত টাকার মিটার উঠেছে।

Whatsapp অ্যাকাউন্টের জন্য আর লাগবে না ফোন নম্বর।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এই স্মার্ট মিটার (Smart Electricity Meter) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিটার বসানোর ফলে সময়ের সাশ্রয় হবে ও তার সঙ্গে বিদ্যুৎ কর্মীদের পরিশ্রম কম করতে হবে। এরই সঙ্গে মিটার দেখে গ্রাহকরা কিভাবে জানতে পারবে কত টাকা জমা করতে হবে তাদের।

এই কথার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন তিনি, তার কথা অনুসারে রাজ্যের সমস্ত কাজ রাজ্যকে নিজেরই করতে হয়। কেন্দ্রের কোন রকমের সাহায্য পাওয়া যায় না। এই নতুন ব্যবস্থার জয় ঢাক পেটানোর সময় সরকারকে কটাক্ষ করেছেন অনেকে। তাদের কথা অনুসারে রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলিতে দিনে ৪ থেকে ৫ ঘণ্টা কারেন্ট থাকে না। এই সকল বিষয়ে রাজ্যের নজর নেই। রাজ্য এই স্মার্ট মিটার নিয়ে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্প বাস্তবে রুপ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ৬০ শতাংশ ও রাজ্য সরকার ৪০% টাকা ব্যয় করবে এর পরে এই প্রকল্পের কাজ শুরু হবে। এই কাজ করতে প্রথম ধাপে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ করা হবে।

ঘোষিত হল Jio 5G ফোন লঞ্চের দিন। কবে থেকে পাবেন দেখুন।

1 thought on “Smart Electricity Meter : কারেন্ট বিল কমাতে বাংলার ঘরে ঘরে বসতে চলেছে স্মার্ট ইলেকট্রিক মিটার?”

Leave a Comment