LPG Cylinder – রাজ্য সরকারের এই নতুন ঘোষণার বেজায় খুশি রাজ্যবাসি।
বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ ঘরেই এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পৌঁছে গেছে। এখন এলপিজি সিলিন্ডার প্রতিটি মানুষের প্রয়োজনীয় বস্তু। এই গ্যাস থাকলে রান্নার কাজে সুবিধা হয়। কিন্তু এমন এক প্রয়োজনীয় বস্তুর দাম হুরহুর করে বেড়েই চলেছে। দেশের মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস ওঠার যোগাড় হয়েছে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে। তবে এই নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কী সেই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের সুবিধা হবে নাকি অসুবিধা বাড়বে? এইসব প্রশ্নের উত্তর জেনে নিন আজকের প্রতিবেদনে।
বর্তমান সময়ে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) প্রতিটি মানুষের প্রয়োজনীয় বস্তু। কিন্তু তা সত্ত্বেও এই সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। আর এই কারনে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত পরিবারকে। ফলে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের জেরে বদলে যাবে মানুষের দৈনন্দিন জীবনে! অনেকের মুখেই হাসি ফুটবে। জানা যাচ্ছে গ্যাসের দাম কমতে চলেছে। এই বড়সড় সিদ্ধান্তের ঘোষণা করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার থেকে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা আরও বেশি সুবিধা পাবেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশে ১ কোটি ৭৫ লাখ উজ্জ্বলা যোজনার উপভোক্তা রয়েছে। তারা ২ টি গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে পান। কিন্তু এবার থেকে তাদের আর এই গ্যাস বিনামূল্যে দেওয়া হবে না। এর পরিবর্তে তাঁরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এমনই চিন্তাভাবনা করছে যোগী আদিত্যনাথ এর সরকার।
সিলিং ফ্যান নিয়ে নয়া ফরমান জারি করলো সরকার, না মানলে দিতে হবে ফাইন।
জানা যাচ্ছে, প্রতি গ্যাস পিছু ৯১৪ টাকা ৫০ পয়সা করে ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন উজ্জলা (LPG Cylinder) যোজনার প্রায় ২ কোটি উপভোক্তা। তবে এর জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ডের লিংক থাকতে হবে। আগামী উৎসবের মরশুমেই এই টাকা সকলের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সরকার উজ্জ্বলা (LPG Cylinder) প্রকল্পের উপভোক্তাদের ২ টি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। ফলে উত্তরপ্রদেশের সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তবে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ২৩০ টাকা ভর্তুকি ও সিলিন্ডারের গড় মূল্য ১১৪৪ টাকা হিসেব করে, ব্যাঙ্ক এক্সচেঞ্জে ৯১৪ টাকা ৫০ পয়সা দেবে। তবে এই সুবিধা পেতে গেলে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে নিয়ম বদল। চাকরি প্রার্থীদের মাথায় হাত।