স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে কোন শিক্ষার্থী কত টাকা পাবেন দেখে নিন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ SVMCM – Swami Vivekananda Merit Cum Means Scholarship Scheme ১৭ ই আগস্ট ২০২২ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এই স্কলারশিপ প্রদানের মূল উদ্দেশ্য ছিল আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মেধাবি পড়ুয়াদের বৃত্তি প্রদান করা। যার ফলে তাদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে কোন রুপ সমস্যা যাতে না হয়।

Advertisement

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কীভাবে আবেদন করবেন দেখুন।

রাজ্যের সকল শ্রেণীর পড়ুয়ারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। এই আলোচনাতে আমরা জেনে নেব কোন বিষয়ের ক্ষেত্রে আবেদন করলে আপনি কত টাকা বৃত্তি পেতে পারেন। এই স্কলারশিপের জন্য রাজ্য সরকারের উল্লেখিত ওয়েবসাইট www.svmcm.wbhed.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।

Advertisement

কন্যাশ্রী প্রকল্পে আবেদনের পরেও আসেনি কোন উত্তর? দেখে নিন আপনার আবেদনের আপডেট

কোন কোর্সে ভর্তি হলে কত টাকা পাওয়া যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে জেনে নিনঃ-
১. যেই সকল পড়ুয়ারা দ্বাদশ শ্রেণী পাশ করার পর কলা বিভাগের কোন বিষয় নিয়ে নিজেদের পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা প্রতিমাসে ১,০০০ টাকা হিসাবে বছরে ১২,০০০ টাকা পেয়ে যাবে। আবেদন করতে হলে দ্বাদশ শ্রেণীতে ৬০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

২. দ্বাদশ শ্রেণীর পরে যারা বাণিজ্য বিভাগে পড়াশুনা করতে চাইলে ৬০% নম্বর থাকতে হবে। ১,০০০ টাকা প্রতিমাসের হিসাবে বছরে ১২,০০০ টাকা পাবে সকলে।
৩. বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ক্ষেত্রে এই পরিমাণ ১,৫০০ টাকা হিসাবে বছরে ১৮,০০০ টাকা হতে চলেছে। এই ক্ষেত্রেও ৬০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

৪. UGC – University Grants Commission এর অনুমোদিত কোন কোর্সের ক্ষেত্রে মাসে ১,৫০০ টাকা হিসাবে বছরে ১৮,০০০ টাকা পেতে চলেছেন।
৫. স্নাতকোত্তর স্তরে কলা বিভাগের সকলকে ২,০০০ টাকা হিসাবে ২৪,০০০ টাকা দেওয়া হবে। এর জন্য ৫৩% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

৬. ৫৩% নম্বর পেয়ে যারা বাণিজ্য বিভাগে পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে চাইছে তাদের ২,০০০ টাকা করে বছরে ২৪,০০০ টাকা দেওয়া হবে।
৭. বিজ্ঞান বিভাগের জন্য ২,৫০০ টাকা করে ৩০,০০০ টাকা পাবে। এর জন্য ৫৩% নম্বর পাওয়া জরুরি।
৮. যেই সকল বিদ্যার্থীরা M.Phil বা Net P.hd নিয়ে পড়াশুনা করছেন। তাদেরকে বছরে ৬০ হাজার থেকে ৯৬ হাজার টাকা পাবে।

এ আবেদন করলেই 40 হাজার। বিস্তারিত জেনে নিন।

৯. AICTE – All India Council For Technical Education এর অনুমোদিত কোর্সের ক্ষেত্রে ৬০,০০০ টাকা দেওয়া হবে।
১০. কারিগরি ও পলিটেকনিক কলেজের কোর্সের ক্ষেত্রে ১৮,০০০ টাকা।
১১. স্নাতকোত্তর মেডিক্যাল ডিপ্লোমা কোর্সে ১৮,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পাবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button