Taruner Swapna – এখন থেকে একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাবের 10 হাজার টাকা।
পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের মে মাসে তরুনের স্বপ্ন তথা Taruner Swapna নামক এই প্রকল্পের সূচনা করে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এই জেনারেশান ইউরোপিয়ান দেশগুলির শিক্ষাব্যবস্থাকে অনুসরণ করে চলছে কারন এতে প্রযুক্তির ব্যবহার খুব বেশি যা পরবর্তী যুগে অত্যাবশ্যকীয়। এছাড়াও কোভিড-19 এর সময় ঘরে বসে অনলাইন পড়াশোনাও করা হয়েছে। ফলে পঠনপাঠন ডিজিটালাইজেশানের প্রতি চাহিদাও বেড়েছে পড়ুয়াদের। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো এই বিষয় আমদের রাজ্য সরকারের নেওয়া স্টেপ।
Taruner Swapna Scheme Now Available in Class 11
প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে পড়ুয়াদের জন্য একের পর এক প্রকল্প চালু করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ও জনপ্রিয় হলো Taruner Swapna তথা তরুনের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হয়। তবে এই টাকা সবাই পায় না। কেবল দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরই এই টাকা দেওয়া হয়।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেট ঘোষণাকালীন পড়ুয়াদের জন্য দারুন সুখবর আনলো রাজ্য সরকার। এতদিন দ্বাদশ শ্রেণীতেই একমাত্র ট্যাব পাওয়া যেত এবার থেকে একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাব (Taruner Swapna). এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতে করে রাজ্যের পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে।
প্রধানমন্ত্রীর এই প্রকল্পে মহিলারা পাবে 12,000 টাকা এবং পুরুষেরা পাবে 6,000 টাকা।
প্রকল্পের মূল উদ্দেশ্য
পশ্চিমবঙ্গের অভাবী আর্থিক ভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য প্রদান করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে না। তাদের সাহায্যার্থেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই Taruner Swapna তথা তরুনের স্বপ্ন প্রকল্পের পদক্ষেপ গ্রহণ করেছে। এক ঝলকে দেখে নিন আবেদনের পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস লাগছে।
আবেদন পদ্ধতি
এই Taruner Swapna তথা তরুনের স্বপ্ন প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে আবেদন করা সম্ভব নয়। শুধুমাত্র ছাত্রছাত্রীরা নিজের স্কুল মারফৎ আবেদন করতে পারবে। প্রসঙ্গত, Taruner Swapna তথা তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব পাওয়ার জন্য পড়ুয়াদের একটি স্টুডেন্ট ডিসিএফ আবেদন পূরণ করতে হয়। আবেদনপত্রে পড়ুয়ার নাম, অভিভাবকের নাম, আধার কার্ড, বয়স, ব্যাঙ্কের ডিটেইলস দিতে হয়। পড়ুয়ার ছবি সহ বিভিন্ন তথ্য স্কুলে জমা করতে হবে।
পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর শিশুসাথী প্রকল্প। কি কি সুবিধা পাবেন?
ব্যাংক এর একাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে এবং ফর্মে কোন ভুল থাকলে ফর্মটি বাতিল হয়ে যাবে। ফর্মটি গ্রহণযোগ্য হলে এর কনফারমেশান শিক্ষার্থীরা পেয়ে যাবে তাদের ফোনের ম্যাসেজের মারফৎ। এই Taruner Swapna তথা তরুনের স্বপ্ন প্রকল্পটির বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষায় ভার্চুয়াল পরিকাঠামো নির্মাণে আরও উদ্যােগী হবে প্রশাসন।