TET Exam: ৮২ নম্বর না ৮৩ নম্বর কত পেলে পাস? টেট পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত জানালেন কলকাতা হাইকোর্ট?

TET Exam: কত নম্বরে পাস? জানুন বিস্তারিত।

দীর্ঘদিন ধরে চলে আসছে নিয়োগ দুর্নীতি মামলা। এবার এই মামলাতেই যুক্ত হয়েছে এক নতুন দিক। প্রার্থীদের টেট (TET Exam) পাস করতে ৮২ নম্বর লাগবে নাকি লাগবে ৮৩ নম্বর? বর্তমানে এই নিয়েই চলছে মামলা। প্রথম থেকেই নিয়োগ দুর্নীতি মামলার সাথে যুক্ত রয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ((Avijit Gangopadhyay)। সেই বিখ্যাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেট পরীক্ষার্থীদের ৮২ নম্বরে পাস করানোর নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু তাঁরই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) সিঙ্গেল বেঞ্চে হবে।‌ ইতিমধ্যে শুনোনির দিন ঘোষণা হয়েছে। এই ৮২ বনাম ৮৩ -র উত্তর পাওয়া যাবে ১৬ ই আগস্ট।

২০১৭ ও ২০১৪ সালে এই নিয়ে মামলা দায়ের হয়েছিল।‌ সেই মামলার শুনানির প্রেক্ষিতেই সংরক্ষিত পরীক্ষার্থীদের ৮২ নম্বরে পাস করানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, NCTE -র নিয়ম অনুযায়ী টেট (TET Exam) পরীক্ষায় ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেলেই সংরক্ষিত চাকরি প্রার্থীরা পাশ করতে পারবেন। গত বছরের এই মর্মে রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা সত্বেও কয়েকজন চাকরিপ্রার্থী সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন।

এবার হাসি ফুটতে চলেছে সরকারি কর্মচারীদের মুখে, পেনশন নিয়ে বিরাট সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের।

এই মামলা ডিভিশন বেঞ্চে গৃহীত হয়েছে। ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৮২ নম্বর পেয়ে প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিয়েছে। কিন্তু নতুন করে মামলা দায়ের হওয়ায় সেই নিয়ে সংশয় দেখা দিচ্ছে। বুধবার এই মামলা বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar) ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের (Supratim Bhattacharya) ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে। কিন্তু এতেও কোন সুরাহা মেলেনি। উল্টে দুই বিচারপতির মতপার্থক্য দেখা গেছে।

জানিয়ে রাখি বুধবার কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানির দিন ঘোষনা হয়েছিল। সেই মতো বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। কিন্তু এদিন দুই বিচারপতি ভিন্ন মতামত দেন। বিচারপতি সুব্রত তালুকদার জানিয়েছেন টেট পরীক্ষায় (TET Exam) ৮২ নম্বর পেলেই চাকরিপ্রার্থীরা পাস করবেন। অপরদিকে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য বলেছেন ৮২.৫ অথবা তার বেশি পেলেই একমাত্র চাকরিপ্রার্থীরা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন।

প্রাইমারী টেট পাশ করেছেন? কবে চাকরি পাবেন? মেধা তালিকা দেখেছেন?

দুইজন বিচারপতির এহেন মতভেদ নজির বিহীন। এরকম শুনানির দেখা সহজে মেলে না। এই দুই বিচারপতির মতামত না মেলায়, তৃতীয় বিচারপতির বেঞ্চে মামলা উঠেছে। এই শুনানি হবে ১৬ ই আগস্ট। প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী আগামী শুনানির দিকে তাকিয়ে বসে আছেন। এই শুনানি তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Leave a Comment