FD Interest – কোন ব্যাংকে পাবেন এই সুবিধা, জানুন বিস্তারিত।
প্রত্যেক ব্যক্তি ব্যাংকে টাকা জমানোর ক্ষেত্রে প্রথমেই নজর দেন ফিক্সড ডিপোজিটের (FD Interest) ওপর। কারণ প্রত্যেক ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর অনেক পরিমাণ সুদ দেয়। আর বর্তমানে RBL নামে জনপ্রিয় ব্যাংক ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে। RBL ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধি করেছে। আর সেটাই মোক্ষম সময় আপনার বিনিয়োগের জন্য।
কারণ প্রত্যেকেই চায় ফিক্সড ডিপোজিটের (FD Interest) ওপর নির্দিষ্ট সময়ে ভালো রিটার্ন পাবার। আসুন দেখে নেওয়া যাক কত বছরে কেমন পরিমাণ সুদ দিচ্ছে RBL. RBL ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেট 16 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে ৷
বেকারত্বের দিন শেষ! নিজের কম্পিউটার থাকলেই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে চাকরির সুবর্ণ সুযোগ।
ব্যাঙ্ক এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট (FD Interest) (এফডি)-এর জন্য ৩.৫০ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ১৫ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৪.০০ শতাংশ সুদের হার অফার করছে। ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৪.৫০ শতাংশ সুদের হার অফার করছে।
৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৪.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। ১৮০ দিন থেকে ২৪০ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৫.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ২৪১ দিন থেকে ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৬.০৫ শতাংশ সুদের হার অফার করছে।
৩৬৫ দিন থেকে ৪৫২ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.০০ শতাংশ সুদের হার অফার করছে। ৪৫৩ দিন থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.৮০ শতাংশ সুদের হার অফার করছে। ২ বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.৫০ শতাংশ সুদের হার অফার করছে।
৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.১০ শতাংশ সুদের হার অফার করছে। ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর ৭.০০ শতাংশ সুদের হার অফার করছে। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম নবীন নাগরিকদের তুলনায় ৫০ বেসিস বেশি সুদ দিচ্ছে। যদি এই ব্যাংকে এই স্কিম সুদের লাভ পেতে চান আপনি চাইলে করেই নিতে পারেন। কারণ বিনিয়োগের ক্ষেত্রে বেশি সুদ পাওয়াটাই আসল লাভের মধ্যে অন্যতম।
Written by Shampa Debnath
মাত্র 20000 টাকায় মিলছে Bajaj Pulsar, দুর্গা পুজোর বাম্পার অফার টু হুইলারে।