GST – মধ্যবিত্তের মুখে হাসি, দাম কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় এই জিনিস গুলোর, বড় ঘোষণা সরকারের।

GST এর পরিমাণ কমলো দ্রব্য গুলোতে, কোন দ্রব্যের দাম কেমন হলো,জানতে পড়ুন প্রতিবেদনটি।

এবার দিল্লিতে ৫২ তম GST বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার। সেখানে অনেক জিনিসের দাম নিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটি জিনিসের দামের ওপর সরকার থেকে GST কর বসানো থাকে। কিন্ত এবার GST কাউন্সিলের সদস্যদের মধ্যে বৈঠক করে সিদান্তে উপনীত হন যে কিছু জিনিসের দাম একটু কম করা হবে। সাধারণ মানুষের কথা ভেবেই সরকারের এই সিদ্ধান্ত।

Advertisement

মিলিটের আটার দাম ১৮ শতাংশ GST থেকে ৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদী নিজেই এই GST কমানোতে উদ্যোগ নিয়েছেন। তিনি বাজরার উপর জোর দিয়েছেন। বাজরার পুষ্টিগুণ খুব বেশি। আর এর থেকে তৈরি আটা মানুষের শরীরে অনেক উপকারী খাবার বলে পরিচিত। তবে বেশিরভাগ মানুষ গমের আটা খেয়ে থাকেন। তবুও তিনি বাজরার ওপর GST অনেকটাই কমিয়ে এনেছেন।

Advertisement

মহালয়ার আগেই বড় ছুটি রাজ্যে, টানা 2 দিন বন্ধ স্কুল-কলেজ সহ সকল সরকারি দপ্তর।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বলেন বাজরার জিএসটি কমানো হয়েছে। এবং তারা জোর দিতে চাইছে যে খাদ্য দ্রব্যগুলো মানুষের খুব সহজেই পুষ্টি দেয়। তেমনি মিলেট জাতীয় খাবারের ওপর GST লাঘব করার কথা হয়েছে। বিগত বছর গুলোতে বাজরার চাহিদা বেশি হলেও বর্তমানে নেই। বর্তমানে মিলেটের আটা বেশি ব্যাবহার হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে মিলেট খুব জনপ্রিয় খাবার। আর সরকার এই মিলেট এর ব্যাবহারের উপর জোর দিতে চাইছেন। তাই ২০২৩ অর্থবর্ষ মিলেট বছর বলে অভিহিত করা হয়েছে।

আরও কিছু দ্রব্যের উপর জিএসটি কমানো হয়েছে। গুড়ের দামেও জিএসটিকমানো হয়েছে। গুড়ের দাম ২৮ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া ডিসটিলড অ্যালকোহল অর্থাৎ পাতন প্রক্রিয়ার মাধ্যমে যে অ্যালকোহল তৈরি হয় তাতেও জি এস টি কমানো হয়েছে। ফলে মদের দামে অনেক কম হবে।

মদ তৈরি করা হয় গুড়, আখ ইত্যাদি রস বার করার সময় যে তরল থেকে তার সাথে আরও অনেক কিছু প্রক্রিয়ার মাধ্যমে। বিশেষ করে রাম এইভাবে তৈরি হয়। তাই গুড়ের দাম কমলে মদের দামেও পতন আসতে পারে। এতে মদ উৎপাদন ও বিক্রয়কারী উপকৃত হবেন।

এছাড়া এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল থেকে কর তুলে নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ইচ্ছা করলে রাজ্য এর ওপর কর বসাতে পারে আবার নাও বসাতে পারে।
অর্থাৎ অনেক দ্রব্যের দাম কমার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে পুষ্টিগুণ যুক্ত খাবারের দাম কমানোর ফলে মানুষের অনেকটাই সুরাহা ঘটবে।
Written by Shampa Debnath

রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বড় আপডেট। এক ধাক্কায় অনেক লাভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button