Gold Price – ভাইফোঁটার প্রাক্কালে ব্যাপক হারে সোনার দাম কমালো মোদী সরকার, ভেঙ্গে গেল আগের সব রেকর্ড।

Today Gold Price Rate In Kolkata.

সোনা এমন এক মূল্যবান (Gold Price) ধাতু যার দাম সবসময় আকাশ ছোঁয়া থাকে। তাই বলে কি সোনা কিনবে না সবাই? সোনার অলংকার দিয়ে সাজলে সত্যিই অন্যরকম অনন্যা লাগে প্রত্যেক নারীকে। আর দূর্গাপূজা, কালীপূজা, ধনতেরাস সব উৎসব কাটিয়ে সামনেই আসতে চলেছে ভাই বোনের মেলবন্ধনের উৎসব ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই উপহারের আদানপ্রদান। অনেক ভাই ভেবেই রেখেছে বোনকে এইবার সোনার অলংকার উপহার দেবে। তাই তাদের সবার চোখ নিশ্চয়ই রয়েছে এই মুহূর্তে সোনার বাজারদরের দিকে।

Advertisement

এছাড়া সামনেই আসছে বিয়ের মরশুম। আর বিয়ে মানেই সোনার গহনা। তাই এই মুহূর্তে সোনার মূল্য (Gold Price) কম না বেশির দিকে সেই খোঁজ করতে হলে এই প্রতিবেদনটি পড়ুনঃ
কলকাতায় এই মুহূর্তে সোনার দামঃ
কলকাতায় আজ পাকা সোনার বাট ( ৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) ১ গ্রামের দাম ৬০৪৫ টাকা। ১০ গ্রামের দাম ৬০৪৫০ টাকা। খুচরো পাকা সোনা (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) ১ গ্রামের দাম ৬০৭৫ টাকা, ১০ গ্রামে ৬০৭৫০ টাকা। আর হলমার্কের সোনার গয়না (৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম) ১ গ্রামের দাম ৫৭৭৫ টাকা ১০ গ্রামের দাম ৫৭৭৫০ টাকা। শুধু কি সোনার দাম জানলেই হবে? অনেকেই রূপার গহনা উপহার হিসেবে দিতে পছন্দ করে। তাই রুপোর বাজার দরের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement

সরকারি কর্মীদের ভাইফোঁটায় জোড়া সারপ্রাইজ দিল নবান্ন। সবাই পাচ্ছেন 18 মাসের বকেয়া ডিএ সাথে অতিরিক্ত বোনাস।

রুপোর দামঃ
রুপোর দাম কলকাতায় সোমবার প্রতি কেজির বাটে ৭০৫৫০ টাকা। প্রতি কেজিতে খুচরো রুপোর দাম ৭০৬৫০ টাকা। রুপোর বাটের দাম প্রতি কেজিতে রবিবার ছিল ৭৫৫০ টাকা। খুচরো রুপো ৭০৬৫০ টাকা।
শনিবার দাম ছিল ৭১, ৩০০ টাকা (রুপোর বাট)। খুচরো রুপো ৭১৪০০ টাকা। ১০ নভেম্বর ৭০৬৫০ টাকা, ছিল প্রতি কেজি রুপোর বাটের দাম। ৭০৭৫০ ছিল খুচরো রুপোর দাম।

এখন সোনার মূল্য কত টাকা বেশি হয়েছে সেটা দেখে নেওয়া যাকঃ
কলকাতায় সোনার দামঃ
রবিবার পাকা সোনার বাট (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) ১ গ্রামের দাম ৬০৪৫ টাকা হয়েছে। ১০ গ্রামের দাম ৬০৪৫০ টাকা ছিল। খুচরো পাকা সোনা ((৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম)) ১ গ্রামের দাম ৬০৭৫ টাকা হয়েছে, ১০ গ্রামের দাম ৬০৭৫০ টাকা ছিল।

হলমার্কের সোনা (৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম) ১ গ্রামের দাম ৫৭৭৫ টাকা ছিল। ১০ গ্রামের দাম (Gold Price) ছিল ৫৭৭৫০ টাকা। ১২ নভেম্বর দাম কমেছিল ১০ গ্রামে ৫০০ টাকা। এর আগে ধনতেরাসের পর দিন দাম বেড়েছিল ১০ গ্রামে ৪০০ টাকা। ধনতেরাসের দিন ১০ গ্রামে সোনার দাম কমেছিল ৫৫০ টাকা।

অতএব বুঝেই গেছেন এই মুহূর্তে সোনার আর রুপোর বাজারদর (Gold Price) কেমন চলছে। তাই যদি এই ভাইফোঁটা উপলক্ষ্যে বোনকে সোনার উপহার দিতে চান তবে আপনি একবার দেখতেই পারেন। কারণ সোনার দাম কখনো স্থায়ী থাকেনা।
Written by Shampa Debnath.

পেনশন গ্রাহকদের সুখবর। লাইফ সার্টিফিকেট নিয়ে বিরাট সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button