Today Weather Update In West Bengal.
কালীপূজা, ভাইফোঁটা শেষ না হতেই আবারও বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিলো আবহাওয়া দপ্তর। দুর্গাপূজার পর এবছরের মত বৃষ্টি বিদায় নিয়েছে ভাবলেও আবারও শীত পড়ার আগেই বঙ্গোপসাগরে সৃষ্টি হলো গভীর নিম্নচাপ। আর তার জেরেই আগামী ২১ তারিখ পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গ। শুধু বৃষ্টি নয়, দমকা হাওয়ার সাথে ঝড়ের পূর্বাভাস জানান দিচ্ছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার যেন সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। যার জেরে শুক্র ও শনিবার বজ্র বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে কিছুটা বেকে শুক্রবার সকালে উড়িষ্যা উপকূল বরাবর উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে।
আগামীকাল ১৮ নভেম্বর বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে৷ শনিবার ভোররাতে বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।
ড্রাইভিং টেস্ট ছাড়াই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স, বড় ঘোষণা মোদী সরকারের।
গতকালই মেঘলা আকাশ সাথে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সেই গভীর নিম্নচাপের জন্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলাকে সতর্ক করেছে নবান্ন। নবান্নের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। এই তিন জেলাকে দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাঝ সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরতে যেতে জেলেদের মানা করেছে। সাথে যারা সমুদ্রে ঘুরতে গেছে তাদের সমুদ্র পাড়ে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া এই আচমকা ঝড় বৃষ্টিতে কৃষকদের জন্য বড়ো ক্ষতি হলো বলে জানা যাচ্ছে। এই সময় আলু চাষ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এই মুহুর্তে শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয়, সাফ জানিয়ে দিলো রাজ্য সরকার।
এই নিম্নচাপই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফে জানানো হয়েছে কিছু জেলাকে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তার মধ্যে হলো উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। এই দুই জেলায় এই কদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলাতেও। কলকাতা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Written by Shampa Debnath.