Online Liquor – পুজোয় অনলাইনে পাওয়া যাবে মদ। লাগবেনা কোনো ডেলিভারি ফি। এই অ্যাপেই মিলবে সুবিধা।
Online Liquor – কোন কোন অ্যাপে পাবেন এই সুবিধা, জানুন বিস্তারিত।
আজ হয়ে গেল মহাষষ্ঠী। শুরু হয়ে গেছে বাঙালির প্রিয় দুর্গোৎসব। সারা রাজ্যের প্রতিটি কোনায় মানুষ (Online Liquor) মেতে উঠেছেন উৎসবের আনন্দে হুল্লোরে। তবে রাজ্যের একশ্রেণীর জনগণের জন্য পুজোর এই আনন্দ দ্বিগুণ হতে চলেছে এবারে। কারণ এক বিশেষ সুখবর পাওয়া গেছে সম্প্রতি। যার মাধ্যমে পুজোর দিনগুলি আরো খুশিতে কাটতে চলেছে সেই সকল মানুষদের। কিন্তু কাদের কথা বলা হচ্ছে এখানে? সূরা প্রেমীরা।
আজ যে বিশেষ সুখবর, তা কেবলমাত্র রাজ্যের সকল সূরা প্রেমী মানুষদেরকেই আনন্দিত করে তুলবে। প্রতিবছরই দুর্গোৎসবের সময়ে রাজ্যের অনেক মানুষ মদ্যপানের জন্য আগ্রহী হয়ে থাকেন। এমনকি পূজার মধ্যেও দোকানগুলিতে গিয়ে লাইন দেন তারা মদ কেনার জন্য। তবে এবারে ঘরে বসে (Online Liquor) সহজেই তারা পেয়ে যাবেন মদ। ফলে আর দোকানে লাইনে গিয়ে দাঁড়াতে হবে না তাদের।
এই ব্যাংকে টাকা রাখলে এক বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 9% সুদ।
এই সুবিধা পাওয়া যাবে কতগুলি বিশেষ অনলাইন অ্যাপ মারফত। যেগুলি আপনাকে ঘরে এসে মদ হোম ডেলিভারি (Online Liquor) করে যাবে। কিন্তু তার জন্য লাগবে না কোন ডেলিভারি চার্জ। তো আপনি নিশ্চয়ই জানতে আগ্রহী হবেন কিভাবে এটি সম্ভব? তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। যেকোনো উৎসব মানেই সুরা প্রেমীদের কাছে আনন্দ হল মদ্যপান। বছরের এমনি দিনগুলিতে যেমন তেমন, উৎসবের সময় মদ্যপানের আনন্দ কোনোভাবেই ছাড়তে রাজি নন সুরা প্রেমীরা।
আর এই পুজোর সময়ে তো বিশেষ করে রাজ্যের একাংশ মানুষের নজর থাকে মদের দোকানগুলির ওপর। পুজোর দিন গুলিতে যদি মদের দোকান খোলা না থাকে তাহলে পুজোর আনন্দই মাটি সুরাপ্রেমীদের কাছে। তবে এখন থেকে অনলাইনের মাধ্যমে মদ হোম ডেলিভারি পেয়ে যাওয়ায় দোকান বন্ধ থাকলেও অসুবিধায় পড়তে হবে না আপনাকে। যখন চাইবেন তখনই ঘরে বসে (Online Liquor) পেয়ে যাবেন মদের বোতল।
১. Swiggy ফুড ডেলিভারি অ্যাপের কথা আমরা সকলেই জানি। অনেকেই আমরা এখান থেকে খাবার অর্ডারও করে থাকি অনলাইনে। এ ব্যাপারে যথেষ্ট নামকরা একটি অনলাইন অ্যাপ হল এটি। তবে আপনি কি জানেন এই সুইগি অ্যাপ থেকে মদের বোতলও অর্ডার করতে পারেন? হ্যাঁ, আর তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ডেলিভারি বয় এসে আপনার দুয়ারে নামিয়ে দিয়ে যাবে মদের বোতল। এখানে আপনি বিভিন্ন ধরনের মদ পেয়ে যাবেন। তার মধ্যে আপনার পছন্দের যে কোন একটি আপনি অর্ডার করতে পারেন।
২. দ্বিতীয় অ্যাপটির নাম হল Spencer Retail. সব ধরনের মদ আপনি এখানে পেয়ে যাবেন হাতের কাছেই। সস্তা থেকে শুরু করে দামি বিভিন্ন ধরনের মদ উপলব্ধ রয়েছে এখানে। এই অ্যাপ থেকে মদের অর্ডার করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিন আপনার ফোনে। তারপর আপনার পছন্দমত মদ বেছে অর্ডার করে দিন। মুহূর্তের মধ্যেই তা পৌঁছে যাবে আপনার (Online Liquor) বাড়িতে।
৩. Dooze নামের একটি অ্যাপ রয়েছে। এখান থেকেও আপনি অনলাইনে সহজেই অর্ডার করে বাড়িতে বসে পেতে পারেন মদ। তবে আপনি যদি কলকাতায় থেকে থাকেন তাহলে সবচেয়ে সুবিধা পাবেন এই অ্যাপের মাধ্যমে। কারন এই অ্যাপ কলকাতার মধ্যে যে কোন স্থানে মাত্র এক ঘন্টার মধ্যে ডেলিভারি করে দেবে মদ। তবে এক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগছে ৪৯ টাকা।
৪. Boozie অ্যাপটির নামও এক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এখানে আপনি রকমারি মদের ভান্ডার পেয়ে যাবেন। আর আপনার পছন্দের মদের হোম ডেলিভারি ও পাবেন তার সঙ্গে। তবে এই অ্যাপের রয়েছে বিরাট বড় একটি সুবিধা। এই অ্যাপের এলাকার এক কিলোমিটার এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ লাগবে না।
Written by Nabadip Saha
মাত্র 20000 টাকায় মিলছে Bajaj Pulsar, দুর্গা পুজোর বাম্পার অফার টু হুইলারে।