একাধিক ট্রেন বাতিল হাওড়া ও শিয়ালদহ লাইনে, নতুন ট্রেন টাইম টেবিল দেখুন।
শিয়ালদহ ও হাওড়া লাইনে প্রচুর ট্রেন বাতিল হলো। ট্রেন বাতিলের ফলে যাত্রী দুর্ভোগ চরম হওয়ার আশঙ্কা। দেখে নিন বিস্তারিত ভাবে।
খুবই কম খরচে নিজের গন্তব্যে পৌঁছনোর একমাত্র উপায় এই লোকাল রেলপথ। একটি পরিসংখ্যান অনুসারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় 35 লক্ষ মানুষ রোজ এই লোকাল ট্রেন ব্যবহার করে নিজের গন্তব্যে যাওয়ার জন্য।
এক কথায় লোকাল ট্রেনকে সকলের লাইফ লাইন বলা যেতে পারে। এবার কিছু কারনের জন্যই কিছু রেল বাতিল হতে চলেছে শিয়ালদা লাইন থেকে। শিয়ালদা লাইন সহ কাটোয়া লাইন, ব্যান্ডেল লাইন সহ নৈহাটি লাইনেও পরিষেবা বন্ধ হতে চলেছে। এবার বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক কোন শাখায় ঠিক কটা রেল বাতিল করা হয়েছে।
কোন সময়ের, কোন লাইনের ট্রেন বাতিল জেনে নিন।
১. প্রথম লাইনঃ-
শিয়ালদা – ব্যারাকপুর 26 তারিখ শনিবার রাত 11 টা থেকে রবিবার 27 তারিখ সকাল পৌনে 11 টা পর্যন্ত আপ লাইনের 21213, 31223 নম্বর লোকাল রেল বন্ধ থাকবে। এছাড়াও ডাউনে 31214, 31222নম্বর রেল গুলি বন্ধ থাকবে।
২. দ্বিতীয় লাইনঃ-
কাটোয়া – ব্যান্ডেল লাইনে বেশিরভাগ লোকাল বাতিল করে দেওয়া হয়েছে। প্রতি রবিবারে চালিত মুল ব্যান্ডেল – কাটোয়া লোকাল বাতিল করে দেওয়া হয়েছে। এর নাম্বার গুলি হল 37749, 37751 এবং 37753. এছাড়াও বেশিরভাগ রেল নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে। এর ফলে দূরপাল্লার ট্রেনের যাত্রী দের ঝামেলা বাড়তে চলেছে।
৩. তৃতীয় লাইনঃ-
হাওড়া – কাটোয়া এই লাইনেও শনিবার থেকে রবিবারের মধ্যে আপ 37913, 37917, 37919 নাম্বারের রেল এবং ডাউনে 37916, 37918, 37920, 37742, 37744, 37746 এই সকল রেল গুলি চলবে না।
৪. চতুর্থ লাইনঃ-
শিয়ালদা – রানাঘাট এই রুট মেন লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। আপ 31615, 31617 এছাড়াও ডাউনে 31614 ও 31616 নম্বর রেল বাতিল থাকতে চলেছে।
৫. পঞ্চম লাইনঃ-
শিয়ালদা – নৈহাটি রুটে আপ 31417, 31415 ও ডাউনে 31418, 31420 এই লোকাল রেল গুলি চালান হবে না বলে জানানো হয়েছে রেলের তরফে।
এছাড়াও এই সকল লোকাল ট্রেন ছাড়াও আরও কিছু রেল দেরিতে ছাড়ার কথা বলা হয়েছে সেগুলি হল – তিস্তা – তোর্সা 31314 নম্বর এবং 13466 মালদা – হাওড়া ইন্টারসিটি রেল অনেক দেরিতে ছাড়বে।
লোকাল ট্রেন বাতিল হওয়ার কারনঃ
শিয়ালদা স্টেশন এর ওভার ব্রিজ মেরামতি করার জন্য এই দুর্ভোগ বলে জানিয়েছে রেল। কিন্তু এই সমসা খুব শিগ্রই সমাধান করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল এর তরফ থেকে।