Train Ticket – ট্রেনের টিকিট বুকিং নিয়ে গুরুত্বপূর্ণ খবর, সকল নিত্যযাত্রীরা আজই জানুন।

ট্রেনের টিকিট বা Train Ticket কেনা আমাদের দেশে বাধ্যতামূলক এই কথাটি আমরা সকলেই জানি। হলো সবচেয়ে উত্তম ও স্বস্তিকর যান যার মাধ্যমে দেশ বিদেশে যাওয়া যায় খুবই সহজে। ট্রেন যাত্রায় শিশু থেকে বৃদ্ধ সবাই খুবই নিরাপদ ভ্রমণ করতে পারে। আর ট্রেনের টিকিটের (Train Ticket) মূল্যও খুবই কম হওয়ায় সবার সাধ্যের মধ্যেই থাকে। আর ঘুরতে যাওয়া হোক কিংবা দূরে কোনো কর্মক্ষেত্রে হোক সবাই ট্রেন সফরকে আগে প্রাধান্য দিয়ে থাকে।

Advertisement

Train Ticket Booking Rule Change.

তবে যারা শিশু নিয়ে ট্রেন সফর করে তারা হয়তো জানেন না কিছু নিয়ম রয়েছে শিশুদের জন্য। সেটা ট্রেনের টিকিট থেকে আরও অন্যান্য কিছুতে। দেখে নেওয়া যাক শিশুদের ক্ষেত্রে ট্রেনে নতুন নিয়ম গুলো কি কি ১ থেকে ৪ বছর বয়সী কোনও শিশু যদি দূরপাল্লার ট্রেন ভ্রমণ করে তাহলে তার জন্য আলাদা করে কোনো Train Ticket কাটতে হবে না। তাদের জন্য রেলের তরফ থেকে আসন সংরক্ষিত থাকে।

Advertisement

তাই ৫ বছরের কম বয়সী শিশুরা বিনা Train Ticket ট্রেনে ভ্রমণ করতে পারে। কিন্তু ২০২২ সালে জনগণের দাবিমত কিছু নিয়মকে পরিবর্তন করে ভারতীয় রেল (Indian Railway). সেই নিয়ম অনুযায়ী কোনো আসল সংরক্ষিত থাকবেনা। যদিও তাদের জন্য কোনো ট্রেন ভাড়া নেওয়া হবে না কিন্তু আসন তারা পাবেন না। কিন্তু যদি অভিভাবক চায় তাহলে তিনি নিজের শিশুর জন্য আলাদা আসন বুক করতে পারেন। তবে একজন প্রাপ্ত বয়স্কের মতন ভাড়া সেই আসনের জন্য বরাদ্দ থাকবে।

রেলওয়ে ৩১ মার্চ, ২০১৬ তে ঘোষণা করেছিল যে ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের যদি রিজার্ভেশন কোচে আলাদা আসনের প্রয়োজন হয়, তবে এটি তাদের সম্পূর্ণ ভাড়া চার্জ করবে। তাই আপনার শিশুর বয়স যদি ৫ থেকে ১২ বছরের মধ্যে হয় তবে অর্ধেক ভাড়া দিতে হবে। কিন্তু তার জন্য আলাদা সংরক্ষিত আসন পাবেন না। আলাদা আসন নিতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ টিকিটের ভাড়া (Train Ticket) দিতে হবে।

এই নিয়মের ফলে একাধারে লাভ হয়েছে রেলের। কারণ দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় একদিন বা দুদিন বা তারও বেশি। তাই একটা আসনে বাচ্চাকে নিয়ে সফর করা খুব সমস্যা হয়। তাই এই নিয়মের পর অনেকেই হাফ টিকিট কেটেছেন কেউ আবার শিশুর জন্য সম্পূর্ণ টাকা দিয়ে ফুল টিকিট (Train Ticket) কেটেছেন। যাতে আলাদা আসনে খুব আরামদায়ক ভাবে যাত্রা করতে পারে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

ফলে এই টিকিটের দামের (Train Ticket) জন্য রেলের মুনাফাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। CRIS এর তথ্য অনুযায়ী, গত সাত বছরে ৩.৬ কোটিরও বেশি শিশু অর্ধেক ভাড়া দিয়ে রিজার্ভেশন ছাড়াই ভ্রমণ করেছে। একই সময়ে, ১০ কোটি শিশুর জন্য আলাদা বার্থ বুকিং করা হয়েছিল, যাদের কাছ থেকে পুরো টাকা নেওয়া হয়েছিল। একটি RTI তে প্রকাশিত উত্তর অনুসারে, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য টিকিট বুকিংয়ের (Train Ticket Booking) নিয়মে রেলওয়ের করা পরিবর্তনের কারণে।

স্টেট ব্যাংকের এই স্কিমে সর্বকালের উচ্চ রিটার্ন। আজই বিনিয়োগে বেশি সুবিধা।

ভারতীয় রেল সাত বছরে অর্থাৎ মার্চ ২০১৬ থেকে এখন পর্যন্ত ২৮০০ কোটি টাকা আয় করেছে। তাই দূরপাল্লার ট্রেনে শিশুর জন্য আলাদা আসনের জন্য সম্পূর্ণ দামের টিকিট (Train Ticket) কাটতে হবে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য আর শিশুর ক্ষেত্রে নির্দিষ্ট আসনের জন্য সবার টিকিট এক দামের হবে। আর এই নিয়ম সকলকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
Written by Shampa Debnath.

বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button