UIDAI Aadhaar Card – আধার কার্ড নিয়ে ফের নয়া আপডেট, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন।

আধার কার্ড (UIDAI Aadhaar Card) একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। সরকারি কাজ হোক বা বেসরকারি সব অফিসিয়াল কাজেই এই আধার কার্ড প্রয়োজন হয়। ঠিকানা পরিবর্তন, ব্যাংকের কাজ, চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় অফিসিয়াল কাজে একটা অত্যাবশ্যক নথি আধার কার্ড। মাঝেমধ্যে কেন্দ্রীয় সরকার এই আধার কার্ড আপডেটের (UIDAI Aadhaar Card Update) জন্য বিজ্ঞপ্তি দেয়। কোনো অপরাধমূলক কাজ যাতে না হয় সে জন্য আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা হয়ে থাকে।

Advertisement

UIDAI Aadhaar Card Update Online Process.

বিশেষ করে একজন ব্যক্তির আধার কার্ড (UIDAI Aadhaar Card) অনেক ছোট বয়স থেকেই হয়। যেমন ভোটার কার্ড ১৮ বছর বয়স থেকে হয় তাই তার মুখের চেহারা ততটা পরিবর্তন হয়না সে যতই বয়স বাড়ে। কিন্ত আধার কার্ড যেহেতু ছোট বয়স থেকে হয় তাই সে বড়ো হওয়ার সাথে সাথে তার আধার কার্ডে দেওয়া ছবি থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট চোখের মণির স্ক্যান সব কিছুই পরিবর্তন হতে থাকে।

Advertisement

অনেকসময় এইজন্য অনেক দরকারি কাজে আধারের বায়োমেট্রিক না মেলার জন্য সেই ব্যক্তিকে সমস্যার মধ্যে পড়তে হয়। এইজন্য সরকার থেকে ১০ বছরে একবার আধার আপডেট (UIDAI Aadhaar Card) করা বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনি যদি আপনার আধারে দেওয়া ছবিটি পরিবর্তন করে বর্তমান সময়ের কোনো ছবি দিতে চান সেটা অবশ্যই করতে পারবেন। অনেকে মনে করেন ঝামেলার ব্যাপার তাই ইচ্ছে থাকা সত্ত্বেও করেনা। কিন্ত খুবই সহজ ও সরল উপায়ে আপনি আপনার আধারের ছবি আপডেট করতে পারবেন। দেখে নিন সেই সহজ পদ্ধতি।

  • আপনার আধার কার্ডে ছবি পরিবর্তন করতে আপনাকে প্রথমে UIDAI Aadhaar Card এর অফিসিয়াল ওয়েবসাইটে Log In করতে হবে।
  • এরপর স্ক্রিনের পাশেই আধার তালিকা ভুক্তি ফর্ম থাকবে। আপনাকে সেই ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর সেই ফর্মটির একটি প্রিন্ট আউট বের করতে হবে।
  • ফ্রমের মধ্যে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এই ফর্ম নিয়ে আধার আধিকারিকের কাছে জমা দিলে সেখানে আপনার আইরিস, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক স্ক্যান নতুন করে নেওয়া হবে। সেই সাথে মুখের ছবিও তোলা হবে।
Yuvashree New List (যুবশ্রী প্রকল্পের তালিকা)

মুখের ছবি তোলার জন্য ২৫ টাকা নেওয়া হয়ে থাকে। এরপর আপনার কাজ এখানেই শেষ। তারপর আধার আধিকারিক আপনার নতুন তোলা ছবি ও যা বায়োমেট্রিক নেওয়া হলো সে গুলো সহ আধার কার্ড (Aadhaar Card) অনলাইনে আপলোড করবেন। এরপর আধার কেন্দ্রের কর্মচারী আপনাকে UIDAI Aadhaar Card URN Number সম্বলিত একটি স্লিপ দেবে, যার সাহায্যে আপনি আপনার আধার কার্ডের আপডেট সম্পর্কে তথ্য ট্র্যাক করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে নিরাপদ মোবাইল ফোন। একবার কিনলে সারা জীবন চলবে।

আপাতত এটি ডিজিটাল মাধ্যমে আপডেট হবে। আপনার হার্ড কপি যেটা আছে তাতে ছবি দিতে একটু সময় লাগবে। তবে কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে নতুন আধার কার্ড এসে যাবে। আর আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে তবে UIDAI Aadhaar Card পোর্টাল থেকে আধার কার্ড যেটা নতুন বানিয়েছেন ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আর আগের পুরোনো ছবি না চাইলে আর দেরি নয়, খুব সহজেই উপরিউক্ত পদ্ধতিতে আবেদন করে নতুন ছবি ও বায়োমেট্রিক দিয়ে নতুন আধার কার্ড বানিয়ে নিন।
Written by Shampa Debnath.

প্রতিদিন মাত্র 4 ঘন্টা কাজ করলে LIC দেবে মাসে 20 হাজার টাকা। আজই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button