এবার থেকে মোবাইল রিচার্জ করলে কি কি সুবিধা পাবেন গ্রাহকের জেনে নিন।
সর্বসেরা মোবাইল রিচার্জ এর সুবিধা দিচ্ছে এই কোম্পানি। পেয়ে যান আনলিমিটেড বেনিফিট।
যখনি কেউ আমরা মোবাইল রিচার্জ করাতে যাই তখন দোকানদারদের কাছে আমাদের প্রথম প্রশ্ন কোন কোম্পানি ভালো প্ল্যান দিচ্ছে। এই বিষয়টা আগে থেকে জানা থাকলে আমরা সহজেই সিদ্ধান্ত নিয়ে নিতে পারব। জেনে নেওয়া যাক যে কোন কোম্পানি কি সুবিধা দিতে চলেছে।
TRAI অর্থাৎ TELECOM REGULATORY AUTHORITY OF INDIA’র তরফ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আগে যেই সকল মোবাইল রিচার্জ প্ল্যান গুলি ২৮ দিনের ছিল, সেগুলিকে পাল্টে এখন ৩০ দিনের করা হয়েছে। তাই এখন গ্রাহকরা ২৮ দিনের না ৩০ দিনের জন্য এই প্ল্যান গুলির সুবিধা পেতে চলেছে। এখন দেখে নেওয়া যাক কোন কোম্পানি কি আকর্ষণীয় প্ল্যান দিতে চলেছে।
VI(VODAFONE-IDEA)’র ৩০ দিনের প্ল্যান –
VI’র তরফ থেকে প্রত্যেক গ্রাহককে দুই ধরণের মোবাইল রিচার্জ প্ল্যানের উল্লেখ করা হয়েছে। একটি হল ৩৩৭ টাকার প্ল্যান ২৮ GB DATA, ১০০ টা SMS এবং এর সাথে আনলিমিটেড CALLING এর সঙ্গে আসতে চলেছে। আর দ্বিতীয়টি হল ৩২৭ টাকার প্ল্যান যেখানে ২৫ GB DATA, ১০০ খানা SMS, এর সঙ্গে UNLIMITED CALLING এর বৈধতার সঙ্গে।
AIRTEL এর ৩০ দিনের প্ল্যান –
AIRTEL তাদের গ্রাহকদের জন্য নানা ধরণের আকর্ষণীয় মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে আসে হাজির হয়েছে। একাধিক এই ধরণের প্ল্যানে রয়েছে যেখানে গ্রাহকদের আনন্দের সীমা নেই। AIRTEL তাদের ৩১৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ GB করে ইন্টারনেট ১০০ টা করে SMS এর সাথে সীমাহীন কথা বলার সুযোগ পাবেন।
এর সঙ্গে আরও FREE HELLO TUNE, WINK MUSIC, APOLLO 24/7 এর সুবিধা পাওয়া যাচ্ছে। এই কোম্পানি তাদের দ্বিতীয় প্ল্যান ২৯৬ টাকার এই প্ল্যানের মধ্যে আপনারা ২৫ GB DATA, ১০০ টা SMS, UNLIMITED CALLING এর সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও AIRTEL এর গ্রাহকদের সবচেয়ে বেশি পছন্দের প্ল্যান হল ১৯৯ টাকার এর সাথে ৩ GB DATA, ৩০০ SMS, UNLIMITED CALLING এর সাথে। এই সকল পছন্দের প্ল্যান গুলির মধ্যে আপনি যেকোনো একটি বেচে নিতে পারেন।
JIO’র ৩০ দিনের প্ল্যান –
JIO প্রথম থেকেই একটি বাজেট টেলিকম কোম্পানি হিসাবে পরিচিত। যখন এই কোম্পানি প্রথম তাদের যাত্রা শুরু করে তখন তারা খুব অল্প খরচে মোবাইল রিচার্জের সুযোগ দিয়েছিল। কিন্তু এখন একাধিক গ্রাহকের অভিযোগ যে এখন সমস্ত প্ল্যানের দাম বেড়ে গেছে। এবার দেখা যাক JIO তাদের নতুন প্ল্যান গুলিতে কি সুযোগ দিতে চলেছে- এই কোম্পানি ২৯৬ টাকার প্ল্যানের মধ্যে ২৫ GB DATA, UNLIMITED CALLING, ১০০ খানা SMS এর সুবিধা পাবেন।
বিনামুল্যে ইন্টারনেট, আজীবন ইনকামিং ফ্রি, Jio-র দাপট কমাতে বাজারে এল Uninor Telenor India.
JIO’র তরফ থেকে ১৮০ টাকার আরও একটি প্ল্যান নিয়ে আসা হয়েছে যেখানে আপনি ৩০ দিনের জন্য ৩০ GB DATA দেওয়া হবে কিন্তু এখানে কোন ধরণের SMS বা UNLIMITED CALLING এর সুবিধা দেওয়া হবে না। এই সকল প্ল্যানের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের কোম্পানি ও তার সঙ্গে পছন্দের প্ল্যানটি বাছাই করে নিজেদের মোবাইল রিচার্জ করতে পারবেন।