Vishwakarma Puja Holiday – 18 সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পূজার ছুটি নিয়ে আলোচনা, বাড়ছে আরেকটি ছুটি?

Vishwakarma Puja Holiday – বিশ্বকর্মা পূজার জন্য কোনদিন থাকতে চলেছে ছুটি? জানুন বিস্তারিত।

চলতি মাসে ইতিমধ্যেই একগুচ্ছ ছুটি (Vishwakarma Puja Holiday) ঘোষণা করা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ের তরফ থেকে। যার প্রভাবে সারা সেপ্টেম্বর মাস মিলিয়ে প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকতে চলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু কিছু সরকারি কার্যালয়। এই সকল ছুটির মধ্যে রবিবারের ছুটিগুলি ছাড়াও ছিল বিশেষ কিছু উৎসবের ছুটি।

যেমন শিক্ষক দিবস, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী ও আরো অনেক। ২০২২ সালে নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের জন্য বছরব্যাপী যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে এই সকল ছুটির কথাই উল্লেখ করা হয়েছিল।

তবে অনেক ক্ষেত্রে বিশেষত বিভিন্ন স্থানীয় উৎসব অথবা আংশিক ছুটি (Vishwakarma Puja Holiday) গুলির কথা এক্ষেত্রে বিশেষ উল্লেখ করা হয়নি সেই ছুটির তালিকায়। পরে রাজ্য সরকার নতুন করে এই ছুটিগুলি প্রদান করেছে। স্বাভাবিকভাবেই মানুষের মনে সংশয় দেখা দিচ্ছে সেই সমস্ত ছুটি গুলি নিয়ে। আদৌ কি রাজ্য সরকার সেই ছুটির দিনগুলিতে বন্ধ রাখবে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিস গুলি? নাকি প্রতিদিনের মতোই কাজ চলবে সেই স্থানগুলোতে? নাকি দেওয়া হবে আংশিক ছুটি?

ঘরে বসে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন আপনার শিশুর আধার কার্ড, জেনে নিন সহজ পদ্ধতি।

আগামী কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বিশ্বকর্মা পূজা। কিন্তু এই ছুটির সম্পর্কেও রাজ্য সরকার কিছু ঘোষণা করেনি আগে থেকে। স্বাভাবিকভাবেই যার ফলে মানুষের মনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আদৌ কি সে দিন ছুটি (Vishwakarma Puja Holiday) থাকতে চলেছে নাকি খোলা থাকবে সকল প্রতিষ্ঠানগুলি? এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেদিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পূর্ণ ছুটি দেওয়া হবে। আর যে সমস্ত সরকারি অফিস গুলিতে বিশ্বকর্মা পূজার অনুষ্ঠান করা হবে সেগুলিই একমাত্র বন্ধ থাকবে।

সকাল থেকে সেই সমস্ত অফিসে চলবে পুজোর আয়োজন এবং পুজো শেষ হবার পর প্রসাদ বিতরণ করে ছুটি হবে সেই সমস্ত অফিস গুলি। রাজ্য সরকারের এই ঘোষণার পর মানুষের মনে থাকা সংশয়ের ধোঁয়াশা খানিকটা কেটেছে।। তবে এ ছাড়াও আরো যে একটি প্রশ্ন মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি করছে সেটি হল ছুটির দিন।

ক্যালেন্ডারে উল্লেখ করা আছে ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja Holiday) কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ১৮ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকতে চলেছে সবকিছু। তাহলে কোনটা সত্যি?পশ্চিম বর্ধমানের জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে।

বিশ্বকর্মা পুজা সোমবার। ছুটির লিস্টে আছে রোববার। তবে কি সোমবার ছুটি থাকবে?

সেই চিঠিতে জানানো হয়েছে যে ১৭ নয়, বরং ১৮ তারিখই অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা। আর তাই সেদিনই বন্ধ থাকবে সেখানকার প্রাথমিক বিদ্যালয়গুলি। তবে শুধু এখানেই নয় রাজ্যের বেশিরভাগ জায়গায় ১৮ই সেপ্টেম্বর তারিখেই পালিত হবে বিশ্বকর্মা পূজা। আর তাই এদিনই শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সব সরকারি কার্যালয়ে এ পূজা অনুষ্ঠিত হবে সেগুলিকে ছুটি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
Written by Shampa Debnath.

Leave a Comment