Weather Report – রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের জন্য থাকছে লাল কমলা সতর্কবার্তা! আর কতদিন চলবে এমন গরম?

এপ্রিলের শুরুর থেকেই সূর্যের চোখ রাঙানিতে জেরবার (Weather Report) এই গরমে মানুষজন। এতটাই তীব্র রোদে দিনের বেলা বাইরে বেড়ানো দায় হয়ে দাঁড়িয়েছে। বাচ্চা ও বয়স্করা বিশেষ করে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক বয়স্ক মানুষের এই প্রখর রোদে সান স্ট্রোক অবধি হচ্ছে। ইতোমধ্যে আবহাওয়ার পারদ ৪০ ডিগ্রি ছড়িয়ে যাচ্ছে। ভোর থেকেই এতটা পরিমাণ গরম যে দুদণ্ড ফ্যান ছাড়া থাকা সম্ভব নয়।

Warning Issued for Heat Flow as Per Weather Report Update

এতটা গরমের তীব্রতা থাকায় স্কুল শিক্ষা কমিশন পর্যন্ত স্কুলগুলোর গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনতে বাধ্য হয়েছে। তবে চাকরিরতা মানুষদের কর্মস্থলে যেতেই হবে। তবে এই গরমের তীব্রতা কি কমবে নাকি পারদ আরও বাড়বে কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বা Weather Report Office থেকে বলা হচ্ছে আগামী কয়েকদিন কোনো গরম কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা।

বরং বুধবার থেকে পারদ আরও বাড়বে। যদিও সোম ও মঙ্গলবার একটু কম ছিল। কিন্ত বুধবার থেকে আবারও গরমের তীব্রতা বৃদ্ধি পাবে। রোদ চলে গেলেও থাকবে আদ্রতা জনিত অস্বস্তি। কিছু জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বা Weather Report. যেমন পূর্ব মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি হয়েছে তাপপ্রবাহের।

চলতি বছর পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা এপ্রিল মাসে রেকর্ড ছুঁয়েছে। পুরুলিয়া, বাকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এসব জায়গায় গরমের তীব্রতা বেশি থাকে। সব থেকে বেশি তাপমাত্রা পশ্চিম বর্ধমানের পানাগড়ে। এসব জায়গার তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে। তাই পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বা Weather Report Office.

মানুষদের কোনো গুরুত্বপুর্ণ দরকার ছাড়া দিনে বাইরে বেরোতে বারণ করেছে আবহাওয়া দপ্তর বা Weather Report. উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের ৫ জেলা বাদে উত্তর দিনাজপুর থেকে পূর্ব মেদিনীপুর সর্বত্রই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার ২৩ এপ্রিল থেকে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

আগামি ৭ দিন এই তাপপ্রবাহ চলবে। দুপুরের সময় তাপমাত্রা আরও বাড়ছে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি শুষ্ক আবহাওয়া থাকবে। পূর্ব মেদিনীপুরের অবস্থাও খুব খারাপ। শেষ ২৪ ঘণ্টায় দিঘার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে ৮ ডিগ্রি বেশি।

অবশেষে তাপপ্রবাহের কারণে গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি। শিক্ষক ও ছাত্রদের আলাদা নির্দেশ। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, কাঁথি, হলদিয়া, তমলুক, এগরা-সহ সর্বত্রই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।
বিগত দুই থেকে তিন বছর ধরেই এমন তীব্র গরমের দাপট চলছে এই এপ্রিল মে (Weather Report) মাস নাগাদ। মানুষের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে।

গরমের ছুটি বা Summer Vacation

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে রাজ্য জুড়ে তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া আরও এক সপ্তাহ থাকবে। আপাতত কোনো বৃষ্টির দেখা মিলবে না। জেলায় জেলায় তাপপ্রবাহের লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সেইসাথে কোনো দরকার ছাড়া বাইরে বেরোতে বারণ (Weather Report) করা হচ্ছে।

অবশেষে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। কতদিন এই বৃষ্টি চলবে?

বেশি করে জল ও শরবত জাতীয় জিনিস পান করার কথা বলা হচ্ছে। সেইসাথে ফল খেতে বলা হচ্ছে। সবমিলিয়ে শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার খাওয়া উচিত (Weather Report) এই গরমে। এই গরমে সুস্থ্য থাকতে হলে জল ও ফল বেশি করে খান আর যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment