Civic Volunteer – পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Civic Volunteer – কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত।

রাজ্যে দৃষ্টান্তমূলকভাবে বেড়েছে সিভিক ভলেন্টিয়ার্স (Civic Volunteer) এর সংখ্যা। ইতিমধ্যেই, সেই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গিয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স এর শূন্যপদে ফের নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে জেনে নিন সিভিক ভলেন্টিয়ার্স পদ সম্পর্কে এবং জনসার্থে কি কি ভূমিকা তারা পালন করছেন।

সিভিক ভলেন্টিয়ার্স কারা?
সিভিক ভলেন্টিয়ার্সরা (Civic Volunteer) কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এবং মফস্বলে ট্রাফিক আইন নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। পাশাপাশি আইনশৃঙ্খলা ভঙ্গণকারী ব্যক্তি অথবা ব্যক্তি বর্গের বিরুদ্ধ উপযুক্ত পদক্ষেপের ব্যবস্থা করে থাকেন। সেক্ষেত্রে তাদের তদারকি করেন ট্রাফিক পুলিশ টিম। সিভিক ভলেন্টিয়ার্স রা ট্রাফিক পুলিশদের সাথে সহযোগিতা করে নিজেদের দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশেষ অনুষ্ঠানে অথবা উৎসবে ভিড় সামলাতে, মানুষের নিরাপত্তা বৃদ্ধিতে, বেআইনি পার্কিং রোধ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকেন।

RBI এর বড় সিদ্ধান্ত, বাতিল হতে পারে 500 টাকার নোট, জানুন কি জানালেন গভর্নর।

সিভিক ভলেন্টিয়ার্স দের দায়িত্ব
সম্প্রতি রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স (Civic Volunteer) এর বিষয়ে নতুন তথ্য উপস্থাপন করেছেন। সেই তথ্য অনুযায়ী, নাগরিক স্বেচ্ছাসেবক অথবা সিভিক ভলেন্টিয়ার্স রা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন রাজ্যের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে যুক্ত থাকবেন সংশ্লিষ্ট পুলিশ ইউনিট এর সঙ্গে এবং সাহায্য করবেন পুলিশকর্তা দের। রাজ্যের প্রধান উৎসব গুলোয় স্বেচ্ছাসেবক দল ভিড় নিয়ন্ত্রণে এবং শান্তি উপস্থাপনে বহাল থাকবেন। অতিরিক্ত যানবাহনের – যানজট নিয়ন্ত্রক করবেন এবং জরুরি মুহূর্তে পুলিশের সাথে সহযোগিতা করবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার মাধ্যমে এই বিজ্ঞপ্তির বিষয়ে সহযোগিতামূলক পোস্ট শেয়ার করেছে। তার বক্তব্য, ” আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এখন জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও 58 জন বিজয়ী এবং রানার্স আপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসেবে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে এবং এইভাবে, সফল তরুণ ক্রীড়া প্রতিভাদের মধ্যে থেকে এই ধরনের সিভিক ভলান্টিয়ার নিয়োগের মোট সংখ্যা 4,432-এ পৌঁছেছে। GoWB আমাদের রাজ্যের যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাদের ভাল ক্যারিয়ারের ভিত্তি প্রদানের জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও শিক্ষকেরা এক ক্লিকেই নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যাল্যান্স চেক করে নিন।

Leave a Comment